Advertisements

ভেঙে তছনছ তৃতীয় সংসার, রোশনকে ছেড়ে নতুন পুরুষের প্রেমে অভিনেত্রী শ্রাবন্তী!

Advertisements

প্রেমে পড়া বারন-না এই গানের সুর বোধহয় শ্রাবন্তীর কাছে মেলে না। তিনি প্রেমিক মানুষ বসন্ত যখনি কড়া নেড়েছে কোনো ভয়ের তোয়াক্কা না করেই সাড়া দিয়েছেন। বসন্তের মতোই রঙিন তার মন তাইতো প্রেমে পরতে নো মানা।

তবে এই প্রেমিকসত্ত্বার কারনেই বারেবারে মনের মানুষ খুজতে গিয়ে কষ্ট পেতে হয় তাকে। শ্রাবন্তীর দাম্পত্য জীবনে টালমাটাল পরিস্থিতির খবর আর চাপা নেই। আদালতে বিবাহবিচ্ছেদ এর শিলমোহর না পরলেও বহুদিন ধরেই রোশনের সাথে তার আর সম্পর্ক নেই। কিন্তু তার জীবনে যতই একাধিক সম্পর্কের খারাপ অধ্যায় থাকুক সবকিছু ভুলে নিজের জীবনকে সুযোগ দিতে ভোলেন না তিনি। একটাই জীবন আর বাধাহীন ভাবে মনখুলে বাঁচা তার জীবনে মূল মন্ত্র।

সম্প্রতি টলিপাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে যে শ্রাবন্তীর জীবনে আবার বসন্ত এসেছে। তিনি নাকি প্রেমে পরেছেন আবার। কে সেই ব্যক্তি যাকে মন দিলেন এই নায়িকা। প্রথম সারির সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে বাইপাসের ধারে শ্রাবন্তীর আরবানারই বাসিন্দা সেই ব্যক্তি।

অভিরূপ নাগ চৌধুরী নামের এই ব্যক্তি একজন বেকারি সংস্থার মালিক। সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে একে অপরকে ফলো করেন শ্রাবন্তী অভিরূপ। একই আবাসনের আলাদা আলাদা টাওয়ারেই থাকেন তারা। হাই হ্যালো থেকে মন দেওয়া নেওয়া পর্ব সেরে ফেলেছেন বলেই ধারনা। সাম্প্রতিক কিছু ঘটনা এমনই ইঙ্গিত দিচ্ছে এই প্রসঙ্গে এখনো মুখ না খুললেও দুজন মিলে তাদের সম্পর্কের এক মাস পূর্তি সেলিব্রেট করেছেন বলেই খবর মিলেছে। এর সত্যতা কতদূর তা জানতে তো আরো কিছুদিন অপেক্ষা করতেই হবে।

Related Articles