প্রতিবন্ধী বালকের এমন অসাধারন ডান্স পারফরমান্স দেখে কেঁদে ফেললেন শিল্পা শেট্টি, মুহূর্তে ভাইরাল ভিডিও

প্রতিবন্ধকতা আদপে কি? যারা জীবনের গতিতে থেমে যান অজুহাত দিয়ে তারাই বোধহয় প্রতিবন্ধী কিন্তু যারা শত শারিরীক প্রতিবন্ধকতাকে তুড়ি মেরে উড়িয়ে জীবনের দৌড়ে সামিল হন, নিজের স্বপ্নপূরন করেন, কঠোর লড়াই থেকে সরে আসেননা তারা কখনোই প্রতিবন্ধী হতে পারেননা।
কানে শুনতে পায়না, কথাও বলতে পারেনা কিন্তু তাতেও থেমে যায়নি নাচ। মুখ ও বধির হয়েও বাচ্চাটা যেভাবে অসাধারন নিখুঁত পারফরম্যান্স করেছে তা অনবদ্য। সম্প্রতি একটি নাচের রিয়েলিটি শো এর একটি অংশ সোশ্যাল মিডিয়ায় সামনে এসেছে যেখানে এমন এক বিরল প্রতিভার নজরে এলো। কোনো রকম শব্দ শুনতে না পেয়েও যেভাবে মিউজিকের বিটের সাথে বাচ্চাটি নাচ করেছে তা অবাক করতে বাধ্য হবে।
বাচ্চাটি তার মাকে উদ্দেশ্য করে গোটা পারফর্মম্যান্স করেছিল। আর তার এই পারফরম্যান্স দেখে জাজের সিটে বসে থাকা শিল্পা শেঠি, গীতা কাপুর অনুরাগ বসু প্রত্যেকে এতটাই আবেগপ্রবণ হয়ে যায় যে নিজেদের চোখের জল ধরে রাখতে পারেননি।
জানা গেছে বাচ্চাটির নাম হার্স। মূক ও বধির হয়েও সেই অক্ষমতা তার পারফর্মম্যান্স এ কোনো ছাপ ফেলেনি। শারিরীক প্রতিবন্ধকতাকে জয় করে নিয়েছে সে। আর তাইতো কেবল জাজ নয় উপস্থিত প্রতিটি দর্শক আবেগপ্রবণ হয়ে উঠেছিল।
এই পুরো অনুষ্ঠানটার এইটুকু অংশ সোশ্যাল মিডিয়ায় সামনে আসতেই মুহুর্তে ভাইরাল হয়ে গেছে। প্রচুর মানুষ কমেন্টে প্রশংসা করেছেন শুধু তাই নয় তারাও যে নিজেদের চোখ জল আটকে রাখতে পারেননি সেই কথাও একবাক্যে স্বীকার করে নিয়েছেন।