Advertisements

“শাহরুখকে তো আমিই স্টার তৈরি করে দিলাম”, গোপন তথ্য ফাঁস বলি কুইন জুহি চাওলার

Advertisements

ছিল না নায়কোচিত লুক ছিল না কোনো গডফাদার কিন্তু তারপরেও নায়ক হওয়ার স্বপ্ন নিয়ে মুম্বাইয়ে পা রাখেন তিনি। আর তারপর শুধুমাত্র পরিশ্রম আর গুনের এর জেরে বলিউদের বাদশা হয়ে উঠেছেন। বলা হচ্ছে শাহরুখ খান এর কথা। লক্ষ লক্ষ ফ্যান তার। 50 পেরিয়ে গিয়েছে তার আজও তার উপস্থিতি মন জয় করে নেয় ভক্তদের।

কিন্তু জানেন কি এই বাদশা কে একটা সময় প্রথমে হিরো রূপে গ্রহণ করেনি অনেকেই। যে জুটি চাওলা তার বন্ধু , যে জুটি একের পর এক হিট ছবি উপহার দিয়েছিন সেই জুহি চাওলার সাথে যখন শাহরুখের প্রথম দেখা হয় তখন তাকে পছন্দ করেননি জুহিও। বরং প্রথম দিকে শাহরুখকে দেখে হতাশ হয়েছিলেন তিনি।

শাহরুখ খানের সাথে জুহি চাওলার দেখা হয়েছে রাজু বান গেয়া জেন্টলম্যান ছবির সেটে। ওই ছবির প্রযোজক জুহি চাওলা কে ছবির তারকা হিসেবে শাহরুখ খানের যে বর্ণনা দিয়েছিলেন তা শুনে ভালো লেগেছিল জুহির।

কিন্তু তারপর শুটিংয়ের পৌঁছে শাহরুখকে দেখার পর হতবাক হয়ে যান তিনি। জুহির বর্ণনায় সেটে পৌঁছে আমি দেখলাম রোগা কালো একটা ছেলে মোটেই হিরোর মত দেখতে নয়। প্রযোজককে জুহি এও বলেছিলেন কোন দিক থেকে উঠে আমিরের মত দেখতে এ তো আমাকে ধোঁকা দিয়ে দিলেন। একটি সাক্ষাৎকারে এই গল্প করতে করতেই তিনি মজা করে বলেন “শাহরুখ খানকে আমিতো স্টার করে দিলাম।” তবে এসব এখন অতীত আজ শাহরুখ খান কেবল একটা নাম নয় প্রচুর মানুষের ভালোবাসা।

Related Articles