বিনোদন

চিন্তায় বলিউড, স্টেজ ৩ ফুসফুসের ক্যানসারে আক্রান্ত বলিউডের মুন্না ভাই

Advertisement
Advertisement

আতঙ্কের খবর । ক্যান্সার আক্রান্ত অভিনেতা সঞ্জয় দত্ত। ফুসফুসে ক্যান্সার চিকিৎসার জন্য খুব শীঘ্রই পাড়ি দিতে চলেছেন মার্কিন মুলুকে। অভিনেতার ক্যান্সার আক্রান্ত হওয়ার খবরে তার শারীরিক অবস্থা নিয়ে চিন্তিত অনেকেই।

অভিনেতা সঞ্জয় দত্ত নিজের টুইটার হ‍্যান্ডেলে একটি টুইট করে লেখেন, ‘চিকিৎসার জন‍্য আমি কিছুদিন অভিনয় থেকে বিরতি নিচ্ছি। আমার পরিবার ও বন্ধুরা আমার সঙ্গে রয়েছে। শুভাকাঙ্খীদের অনুরোধ অযথা চিন্তা করবেন না। আপনাদের সকলের ভালবাসা ও শুভকামনা নিয়ে আমি শীঘ্রই ফিরব’। অভিনেতা টুইট করার পরপরই একটি টুইট করে চলচ্চিত্র সাংবাদিক কোমল নাহতা লেখেন, ‘ফুসফুসে ক‍্যানসারে আক্রান্ত হয়েছেন সঞ্জয় দত্ত। জানা যাচ্ছে, খুব তাড়াতাড়িই চিকিৎসার জন‍্য আমেরিকা উড়ে যাবেন অভিনেতা।

চলতি বছর যেন একটাও ভালো খবর আসছে না। ক্রমাগত খারাপ খবরে ভরে যাচ্ছে বছর টা। এরই মাঝে সামনে আসে অভিনেতার অসুস্থ হওয়ার খবর। উল্লেখ্য, গত ৮ অগাস্ট শ্বাসকষ্টজনিত সমস‍্যা নিয়ে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছিল অভিনেতা সঞ্জয় দত্তকে। এরপর তার শারীরিক অবস্থা স্থিতিশীল থাকায় তাকে সোমবার হাসপাতাল থেকে ছাড়া দেওয়া হয়। সোমবারই বাড়ি ফেরেন তিনি। আর তার পরেই সামনে আসে এই আতঙ্কের খবর। জানা যায় ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়েছেন অভিনেতা।

১৯৮১ সালে রকি চলচ্চিত্রে অভিষেকের পর তিনি ১৮০-এর অধিক হিন্দি চলচ্চিত্রে অভিনয় করেছেন। একের পর এক ভালো ছবি দর্শকদের উপহার দিয়েছেন সঞ্জয় দত্ত।হাস্যরসাত্মক চলচ্চিত্রে শ্রেষ্ঠাংশে অভিনয় করে সফলতা অর্জন করেছেন, নাট্যধর্মী ও মারপিঠধর্মী চলচ্চিত্রে গ্যাংস্টার, গুন্ডা ও পুলিশ অফিসার চরিত্রে অভিনয় করে তিনি বেশি সমাদৃত হয়েছেন। এইসব চরিত্রে তার কাজের জন্য ভারতীয় গণমাধ্যম ও দর্শক তাকে “ডেডলি দত্ত” বলে অভিহিত করে। খলনায়ক,বাস্তভ – দি রিয়েলিট, মুন্নভাই এম.বি.বি.এস. অন্যতম। শেষবার তাঁকে দেখা গিয়েছিল ‘পানিপথ’ ও করন জোহরের ‘কলঙ্ক’ ছবিতে। এবার সঞ্জয় দত্তকে দেখা যাবে মহেশ ভাট পরিচালিত ‘সড়ক ২’ ছবিতে। আগামী ২৮ অগাস্ট মুক্তি পেতে চলেছে এই ছবি।

Web Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles