চিকেন কষা বসিয়ে জনপ্রিয় হিন্দি গানে আসর জমালেন রানাঘাটের রানু মন্ডল, মুহূর্তে ভাইরাল ভিডিও

পশ্চিমবঙ্গের রানাঘাট স্টেশন থেকে উঠে এসে হিমেশ রেশমিয়া ঝাঁ-চকচকে বলিউড স্টুডিওতে পৌঁছে গিয়েছিল তিনি ও তার প্রতিভা। বছরের পর বছর কেটে গিয়েছিল রানাঘাট স্টেশনের চত্বরেই কিন্তু শিল্পীর মর্যাদা পাননি। হঠাৎ একদিন তার গান সোশ্যাল মিডিয়ায় একজন পোস্ট করেন তারপরই ঘটে চমৎকার। মুহূর্তের মধ্যে হয়ে ওঠেন সোশ্যাল মিডিয়ার সেন্সসেশন। রানাঘাটের রানু মন্ডলের এই জীবনযুদ্ধ সাড়া জাগিয়েছিল গোটা দেশে। বর্তমানে শিল্পীর সম্মানে সম্মানিত তিনি।
এই ঘটনার প্রায় দেড় বছর পেরিয়ে গেছে। এখন রানু মন্ডলের নাম সকলেই চেনেন। ভালো খারাপ ওঠা পড়া নিয়েই তার জীবন চলছে। বলিউডে হিমেশ রেশমিয়ার সাথে গান করার পর নানা জায়গায় তার আত্মঅহংকার ও দুর্ব্যাবহার প্রকাশ পায়। শোনা গিয়েছিল তিনি নাকি আবার আগের অবস্থায় ফিরে গেছেন। যাইহোক তবে ভালো খারাপ দুই নিয়েই সবসময় কিন্তু লাইমলাইটে থাকেন রানু মন্ডল।
সম্প্রতি রানুদি আবার খবরের শিরোনামে উঠে এসেছেন। এবার তার একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে একজন ইউটিউবার মাংস হাতে তার বাড়িতে উপস্থিত হয়েছেন। আর তাই সেই মাংস জমিয়ে রান্না করছেন রানুদি। আর তারসাথে দুকলি গানও ধরেছেন।
তবে রান্নার পাশাপাশি এই ভিডিওতে দেখা যাচ্ছে রানু দি নিজের জীবনের সমস্ত আক্ষেপের কথা ভাগ করে নিয়েছেন। তাইতো যতই মানুষ রাগ করে থাকুক তার এই ভিডিও দেখে আবেগপ্রবণ হয়ে গেছেন।