Advertisements

দয়া করে সাহায্য করুন, কান্নার সুরে করুণ আর্জি দেশিগার্ল প্রিয়াঙ্কার, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

Advertisements

বিদেশে থাকলেও নিজের দেশকে ভোলেনি অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া, তাই বর্তমানে ভারতের এই করুন পরিস্থিতি দেখে নিজের চোখের জল ধরে থাকতে পারলেন না অভিনেত্রী, হাত জোড় করে সকলের কাছে প্রার্থনা করলেন সাহায্যের। নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে প্রিয়াঙ্কা গোটা বিশ্ব কে ভারতের এই ভয়াবহ সময়ে পাশে থাকার অনুরোধ করলেন।

নিক জোনাস কে বিয়ে করার আগে থেকেই হলিউডে নিজের জায়গা তৈরি করে নিয়েছিলেন অভিনেত্রী, তবে বিয়ের পর এখন তিনি মার্কিন মুলুকের বাসিন্দা। তবে বর্তমানে ভারতের এই করুন পরিস্থিতি নিয়ে চিন্তায় গ্লোবাল স্টার প্রিয়াঙ্কা। করোনার দ্বিতীয় ঢেউ এ জেরবার ভারত, তার উপর হাসপাতাল গুলিতে নেই পরিকাঠামো। আর সেই প্রসঙ্গেই প্রিয়াঙ্কা নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করলেন।

প্রিয়াঙ্কা সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে বলেছেন, ভারত আমার দেশ তবে এই মুহুর্তে রক্তাক্ত হয়ে আছে ভারত, আর এখন আমাদের নজর নেওয়ার প্রয়োজন আছে কারণ লন্ডনে বসে আমি আমার পরিবার এবং বন্ধুদের থেকে শুনতে পাচ্ছি ভারতের হাসপাতালগুলিতে বেডের অভাব, আইসিইউ ফাঁকা নেই, পর্যাপ্ত অ্যাম্বুলেন্স নেই, অক্সিজেনের অভাব দেখা দিয়েছে, মৃত্যুর হার এতটাই যে শ্মশানগুলিতে গণ চিতা জ্বলছে।

প্রিয়াঙ্কা নিজের ভিডিও বার্তায় বলেন, বিশ্ব সম্প্রদায় হিসেবে আমাদের এগিয়ে আসা উচিত, আমরা যতক্ষণ না সকলে নিরাপদে থাকছি ততক্ষণ কেউ নিরাপদে নেই। প্রিয়াঙ্কা অনুরোধ করেন সকলকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে, সকলকে সাধ্য মতো চেষ্টা করতে বলেন। প্রিয়াঙ্কা নিজের ক্যাপশনে লেখেন, আমার ইনস্টাগ্রাম ৬৩ মিলিয়ন মানুষ ফলো করেন, আপনারা ১০ ডলার থেকে ১ লক্ষ টাকার মধ্যে অনুদান করলে, সেটাই ১ মিলিয়নের কাছাকাছি গিয়ে পৌঁছবে, যা বড়ো ব্যাপার। প্রিয়াঙ্কা সকল কে ট্রেন তহবিলে দান করতে অনুরোধ করলেন, প্রিয়াঙ্কা জানালেন তিনি এবং নিক ইতিমধ্যে ট্রেন তহবিলে দান করেছেন এবং ভবিষ্যতে আরও করবেন।

Related Articles