দুধ সাদা পোশাকে ‘হট কেক’ মধুমিতা, অভিনেত্রীর সেক্সি ফিগারে ঘাম ঝরল কামুক ভক্তদের

বর্তমানে টলিউডের অন্যতম হট কেক অভিনেত্রী মধুমিতা সরকার, প্রায় প্রতিদিনই শিরোনামে রয়েছেন এই অভিনেত্রী। টেলিভিশন জগত দিয়ে নিজের অভিনয় জীবন শুরু করলেও বর্তমানে তিনি রাজ করছেন বড়পর্দায়।
২০১১ সালে টেলিভিশন সিরিয়াল সবিনয় নিবেদন’ দিয়ে অভিনয় জীবন শুরু করেছিলেন মধুমিতা। তবে ‘বোঝে না সে বোঝে না’ সিরিয়ালে পাখি চরিত্রে অভিনয় করে দর্শকদের ভালোবাসা জিতে নেন মধুমিতা। ২০২০ তে ‘লাভ আজ কাল পরশু’ ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে মধুমিতার, প্রথম ছবিতে অভিনয় করেই সকল দর্শকের মন কেড়ে নেন অভিনেত্রী। এরপর ‘চিনি’ এবং ‘ট্যাংরা ব্লুজ’ ছবিতে অভিনয় করেছেন মধুমিতা।
সিনেমার পাশাপাশি সোশ্যাল মাধ্যমেও প্রচন্ডভাবে অ্যাক্টিভ অভিনেত্রী, মধুমিতা স্টাইল স্টেটমেন্ট উষ্ণতার পারদ ছড়িয়েছে অন্তর্জাল দুনিয়াতে। নায়িকার গ্ল্যাম লুক, সেক্সি মেদহীন টোনড ফিগার ঘুম উড়িয়েছে নেটিজেনদের। মাঝেমধ্যেই মধুমিতা সেক্সি অবতারে ধরা দেন নিজের ইনস্টাগ্রাম ওয়ালে। আর তার প্রতিটি পোস্টই ঝড়ের বেগে ভাইরাল হয়ে যায়।
সম্প্রতি আবারও নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বোল্ড অবতারে ধরা দিলেন মধুমিতা, ছবিটিতে সুইমিং পুলের নীল জলে দাঁড়িয়ে রয়েছেন অভিনেত্রী, সাদা ফিনফিনে শার্টের ভেতরে স্পষ্ট অন্তর্বাস। ভেজা চুলে দুদিকে হাত ছড়িয়ে পোজ দিয়েছেন অভিনেত্রী। মধুমিতার হটনেসে যেন তপ্ত হয়ে উঠেছে সুইমিং পুলের জল। অবশ্য অভিনেত্রীর সুইমিং পুলের জলের মধ্যে দাঁড়িয়ে ছবি পোস্ট করার পেছনে রয়েছে অন্যতম কারণ, আর সেই কারণ বোঝা গেল তার ক্যাপশন এর মধ্যে, ক্যাপশন এ মধুমিতা লিখেছেন, ‘জল ছাড়া পৃথিবী কিছু না’ ‘ওয়াল্ড আর্থ ডে’ পৃথিবী বাঁচাও, জল বাঁচাও মধুমিতার এই ছবিটি ম্যাজিকের ন্যায় ভাইরাল হয়েছে।