বিনোদন

অমিতাভ বচ্চন ও KBC-র বিরুদ্ধে এফআইআর দায়ের, শো বয়কটের ডাক দিলেন নেটিজেনরা

হিন্দুদের ভাবাবেগে আঘাতের অভিযোগে এই এফআইআর দায়ের করা হয়েছে।

Advertisement
Advertisement

বলিউডের জনপ্রিয় শো কউন বনেগা ক্রোড়পতি। আর এই শোয়ের সঞ্চালক হলেন অমিতাভ বচ্চন। তবে এবার এই শো এবং বিগ বি-র বিরুদ্ধে দায়ের হল এফআইআর। আর এই নিয়ে ইতিমধ্যেই শোরগোল শুরু হয়ে গিয়েছে। হিন্দুদের ভাবাবেগে আঘাতের অভিযোগে এই এফআইআর দায়ের করা হয়েছে।

সূত্রের খবর অনুযায়ী, এই অনুষ্ঠানের করমবীর পর্বে প্রতিযোগীকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। সেই প্রশ্নটি হল- ১৯২৭ সালে বি আর আম্বেদকর এবং তাঁর সঙ্গীরা কোন ধর্মগ্রন্থের প্রতিলিপি ছিঁড়ে ফেলেন? এর উত্তরের বিকল্প হিসাবে ৪টি নাম দেওয়া হয়েছে। বিষ্ণু পুরাণ, ভগবত গীতা, ঋকবেদ এবং মনুস্মৃতি। আর এই প্রশ্নের উত্তর হল মনুস্মৃতি।

আর এরপরেই অমিতাভ বচ্চন বলেন যে ১৯২৭ সালে বি আর আম্বেদকর এবং তাঁর সঙ্গীরা মনুস্মৃতির প্রতিলিপি পুড়়িয়ে দিয়েছিলেন। আর বিগ বি-র এই কথাটাই হিন্দু ধর্মে আঘাত করেছে বলে অভিযোগ করা হয়। আর তারপরেই একটি হিন্দু সংগঠনের তরফে এই শো এবং বিগ বি-র বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। এমনকি ট্যুইটারে ট্রেন্ড হয়ে যায় ‘বয়কট কেবিসি’ । আর লখনৌতে এই অভিযোগ দায়ের করা হয়েছে।

Related Articles