অন ক্যামেরার সামনেই চরম ঘনিষ্ঠ মুহূর্তে করিনা, সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল বিরল সেই দৃশ্য

বলিউড গ্ল্যামার কুইন করিনা কাপুর খান। প্রতি সময়ই লাইম লাইট থাকে পৌতদি বেগমের উপর। সম্প্রতি বেবোর একটি পুরনো সাক্ষাৎকার ভাইরাল হয়েছে। যেখানে ক্যামেরার সামনে নগ্ন হওয়া নিয়ে মুখ খুলেছেন করিনা।
পরিচালক মধুর ভাণ্ডারকারের ছবি ‘হিরোইন’-এ দুর্ধর্ষ অভিনয় করেছিলেন করিনা, তবে এই ছবিটিতে আসলে করিনার অভিনয় করার কথা ছিলই না, বরং ছবির অর্ধেক শুটিং করে ফেলেছিলেন বলিউডের স্বপ্নসুন্দরী ঐশ্বর্য। পরিচালক মধুর ভান্ডারকর জানিয়েছিলেন, এই ছবিতে ঐশ্বর্যকে কাস্ট করার কারণে প্রচুর ক্ষতির সম্মুখীন হতে হয়েছিল পরিচালক কে। ২০১১ তে ছবিটি তৈরি করার সময় গর্ভবতী ছিলেন ঐশ্বর্য, তবে নিজের গর্ভবতী থাকার কথা গোপন করে ছবিটি সাইন করেছিলেন নায়িকা। প্রায় ৬৫ দিন শুটিং চলার পরে ঐশ্বর্যর গর্ভাবস্থার খবর সামনে আসে। এরপরই মাঝপথে থেমে যায় শুটিং।
পরবর্তী সময়ে পরিচালক মধুর ভান্ডারকর বলিউড বেবো কারিনাকে এই ছবিটির জন্য কাস্ট করেন। এই ছবিতে নগ্ন এবং সঙ্গম দৃশ্যে অভিনয় করে রীতিমতো সাড়া ফেলে দিয়েছিলেন অভিনেত্রী করিনা। করিনাকে এই সিনেমার আগে এমন সাহসী দৃশ্যে অভিনয় করতে দেখা যায়নি, তাই প্রথমে দর্শক তাকে মেনে নিতে পারেননি এই চরিত্রে। করিনাও সেই কথা জানিয়েছিলেন নিজের মুখে।
পরে জানা গিয়েছিল বিশ্বসুন্দরী ঐশ্বর্যরও আপত্তি ছিল এই সিনেমার নগ্ন দৃশ্যে অভিনয় করতে। করিনা জানিয়েছিলেন, মানুষ আমাকে এই রূপে দেখতে অভ্যস্ত নয় তাই প্রথমটায় তারা মেনে নিতে পারেননি, লোকে যে যা বলুক, তবে আমি আমার তরফ থেকে এই চরিত্রে অভিনয়ের জন্য ১০০ শতাংশ দিয়েছি।