সইফের সঙ্গে বিছানায় যাওয়ার আগে এই দুটি জিনিস চাই-ই চাই, ‘Bedroom Secret’ ফাঁস বেগম করিনার

বলিউডের বেবো কারিনা কাপুর চিরকালীন থাকেন চর্চায়। কিছুদিন আগে নিজের দ্বিতীয় সন্তানের মা হয়েছেন তিনি। দ্বিতীয় সন্তানের জন্মের ৩০ দিন পরেই বেবো ফিরেছেন শুটিং ফ্লোরে। দুই সন্তানের জন্মের পরও একই রকম নিজের সেক্সি লুক ধরে রেখেছেন কারিনা কাপুর খান।
দুই সন্তানকে নিয়ে এখন সইফিনার সুখের সংসার, আর এরই মাঝে নিজের বেড টাইম সিক্রেট শেয়ার করলেন করিনা। রাতে বিছানায় যাওয়ার আগে তিনটি জিনিস সঙ্গে নেন বেবো। আর এই বিষয়টা সামনে আসতেই রীতিমতো লজ্জায় রাঙা তিনি।
বলিউডের অনেকেই বেবোকে গোসিপ কুইন বলে ডাকেন, অনেকেই বলেন বলিউডের অন্দরমহল এর সমস্ত খবরই থাকে বেবোর ঝুলিতে। সোজাসাপ্টা কথা বলতে বা প্রশ্নের উত্তর দিতে কোন দিন পিছ পা হোন না তিনি। নিজের মনের কথা বেশ কষ্ট ভাবেই বলতে পারেন নবাবের বেগম। নিজের খোলামেলা উত্তরের জন্য অনেক সময় বিতর্কে জড়িয়ে পড়েন বেবো।
তবে এইবার বেবো নিজেই হয়ে উঠলেন গসিপের কেন্দ্রবিন্দু, সম্প্রতি বেবোর বিষয়ে এমন কিছু তথ্য উঠে এসেছে যা শুনলে আপনিও তাজ্জব হবেন। জানেন কি বলিউডের ডিভা করিনা কাপুরের বিছানায় যাওয়ার আগে কোনো তিনটি জিনিস লাগবেই লাগবে? উত্তর টা হলো, এক বোতল ওয়াইন, পাজামা এবং স্বামী সইফ। করিনা জানিয়েছেন এই অনুভূতিই আলাদা, অবশ্য করিনার এই উত্তর চর্চায় আসার পরে লজ্জায় রাঙ্গা হয়েছেন নবাব পত্নী।