বিনোদন

সিঙ্গেল ফাদার হয়ে থাকতে চান যিশু সেনগুপ্ত, ঠিক কী কারণে এমন সিদ্ধান্ত?

Advertisement
Advertisement

একটি শিশুর জীবনে বাবা মা দুজনেই অপরিহার্য, এমনটাই এতদিনকার প্রচলিত ধ্যানধারণা। কিন্তু, বর্তমানে ভেঙেছে সেই স্টিরিওটাইপ। সিঙ্গেল পেরেন্টহুড বেশ চলতি কনসেপ্ট এখন। শুধু তাই নয়, এ কালের বাবা বা মায়েরা সন্তান মানুষ করতে একাই একশো, তা তাঁরা দেখিয়ে দিচ্ছেন হাতেকলমে।

শুধু সাধারণ মানুষই নয়, রয়েছে সেলেবদের উদাহরণও। ২০১৭ সালে দুই যমজ সন্তানের পিতা হয়ে চমকে দিয়েছিলেন সকলকে কর্ণ। জিতেন্দ্রপুত্র তুষার কাপুরও আইভিএফ পদ্ধতিতে বাবা হয়েছেন। ২০১৬ সালের থেকে পুত্র লক্ষ্যকে একাই মানুষ করছেন তিনি।

এবার টলিপাড়ায় আসতে চলেছে সেই দৃষ্টান্ত। অভিনেতা যীশু সেনগুপ্ত হতে চলেছেন সিঙ্গল ফাদার। না না, ঘাবড়ানোর কিছু নেই, রিয়েল লাইফে নয়, রিল লাইফে। সিঙ্গেল ফাদারহুডের কনসেপ্টের উপর নির্মিত সিনেমা “বাবা বেবি ও” তে এবার নিজেকে তুলে ধরতে চলেছেন যীশু।

ছবির পোস্টারে যীশুকে দুটি বাচ্চার প্যারাম্বুলেটর ধরে থাকা অবস্থায় দেখা যায়। ২৫ শে ডিসেম্বর এই নতুন সিনেমার কথা ঘোষণা করে উইন্ডোজ প্রোডাকশন হাউজ। সম্ভবত ২০২১-এ মুক্তি পেতে চলেছে এই ছবিটি।

Related Articles