বিনোদন

দেব-প্রসেনজিতের মাঝে বছরের সেরা অ্যাওয়ার্ড পেলেন ‘রানী রাসমণী’র দিতিপ্রিয়া রায়

Advertisement
Advertisement

নজর একুশের নির্বাচন। বর্তমান রাজনৈতিক দলগুলি শুরু করে দিয়েছে নির্বাচনের প্রস্তুতি। নির্বাচন নিয়ে এখন এতটাই উৎসাহিত সকলে রাজভবনে কেউ প্রবেশ করলেই মনে হচ্ছে সে কোনও রাজনৈতিক দলে নাম লেখাতে চায়। কিছুদিন আগেই রাজভবনে হাজির হয়েছিলেন বাংলার দাদা সৌরভ গাঙ্গুলী। সৌরভ গাঙ্গুলী রাজভবনে যাওয়ার পর থেকেই তিনি বিজেপিতে যোগদান করছেন বলে জল্পনা ছড়িয়েছিল। আর এবার সেই জল্পনা ছড়ালো রানী মাকে নিয়ে। রানী মা মানে বুঝতে অসুবিধা থাকে না এখানে অভিনেত্রী দিতিপ্রিয়াকে নিয়ে আলোচনা চলছে। সম্প্রতি রাজভবনে হাজির হলেন দিতিপ্রিয়া। কিন্তু রানী মার রাজভবনে যাওয়ার নেপথ্যে ঠিক কি কারণ?

বাংলা টেলিভিশন জগতের জনপ্রিয় অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। শিশুশিল্পী হিসেবে অভিনয়ের জগতে পা দিলেও বর্তমানে জনপ্রিয়তা আকাশ ছুঁয়েছে ‘রাণী রাসমণি’র হাত ধরে। রাণী রাসমণি ধারাবাহিকটি বাংলা টেলিজগতের অন্যতম জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে একটি। রাণী রাসমণি ধারাবাহিকে একেবারে ভিন্ন অবতারে দেখা যায় দিতিপ্রিয়া কে। শাড়ি পরে, বনেদি সাজে, রূপের মধ্যে এক গাম্ভীর্য নিয়ে সকলের সঙ্গে হাজির হয় দিতিপ্রিয়া। রাণীমার থেকে দিতিপ্রিয়া কিন্তু বাস্তব জীবনের সম্পূর্ণ আলাদা। বেশিভাগই তাকে লক্ষ্য করা যায় জিন্স পরে স্কার্ট পড়ে ছোট চুলে।

এই সব কিছুর মাঝেই হঠাৎ রাজভবনে হাজীর দিতিপ্রিয়া। যদিও নেপথ্যে রাজনীতি নয় এক সংবাদমাধ্যমে তরফে বছরের বেস্ট পুরস্কার পেলেন দিতিপ্রিয়া রায়। গতকাল সন্ধ্যায় রাজভবনে গিয়ে রাজ্যপাল জগদীপ ধনখড় দিতিপ্রিয়ার হাতে পুরস্কার তুলে দেন।

উল্লেখযোগ্য বিষয়, ওই সংবাদ মাধ্যমে ২০২০ সালের জন্য দিতিপ্রিয়ার সঙ্গেই আরও চার জনকে বছরের বেস্ট হিসেবে মনোনীত করেছিলেন। তাঁদের মধ্যে প্রথমে ছিলেন আমেরিকা প্রবাসী মাস্টারমশাই অরুণ মজুমদার। দ্বিতীয় জন হলেন বর্ধমানের আউশগ্রামের বাসিন্দা সুজিত চট্টোপাধ্যায় পেশায় এক মাস্টারমশাই। যিনি পেনশনের অর্থে অসুস্থ স্ত্রীর সেবা করেও বছরে মাত্র ২ টাকার বিনিময় পড়ুয়াদের শিক্ষাদান করেন। তৃতীয় জন হলেন নীনা গুপ্ত যিনি আইএসআই-এর শিক্ষিকা। আর চতুর্থ জন দিতিপ্রিয়া। বর্তমানের কঠিন পরিস্থিতিতে বাকি তিনজন না আসতে পারলেও এসেছিলেন দিতিপ্রিয়া। টানা সাড়ে তিন বছর রানি রাসমণি সিরিয়ালে একাই রাসমণির সমস্ত বয়সের চরিত্রে অভিনয় করার জন্য সেরার সেরা পুরস্কার পান দিতিপ্রিয়া।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দিতিপ্রিয়া ছাড়াও রাজভবনে উপস্থিত হয়েছিলেন প্রসেনজিৎ, তারকা সাংসদ দেব, পাওলি দাম, শ্রীলেখা মিত্র, ইশা সাহা, সুমন মুখোপাধ্যায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, শিল্পপতি হর্ষ নেওটিয়া সহ চন্দ্রশেখর ঘোষ, নন্দু বেলানি, সত্যব্রত দে এবং তাঁর কন্যা রচিতা দে, শমিত রায় সহ আরও অনেকে। এককথায় গতকাল সন্ধ্যেতে চাঁদের হাট বসে ছিল রাজভবনে।

Web Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles