Advertisements

নববর্ষের শুরুতেই খুশির খবর দিলেন সকলের প্রিয় ‘রানিমা’

Advertisements

জি বাংলার রানী রাসমণি সিরিয়ালের রানী মা ওরফে দিতিপ্রিয়া টেলিভিশন জগতের এক জনপ্রিয় মুখ। টিআরপির দৌড়ে শুরু থেকেই এগিয়ে আছে রানী রাসমণি ধারাবাহিক, আর তার অন্যতম কারণ হলো দিতিপ্রিয়ার অসাধারণ অভিনয়। কিছুদিন আগেই নিজের অভিনয়ের জন্য পেয়েছেন সেরা অভিনেত্রীর পুরস্কার।

গত চার বছর ধরে একইরকমভাবে সাবলীল অভিনয়ের মাধ্যমে রানী মা হিসাবে নিজের চরিত্রকে টেলিভিশনের পর্দায় ফুটিয়ে তুলেছেন দিতিপ্রিয়া। রানী রাসমনির চরিত্রে অভিনয় শুরু করার সময় স্কুলের গন্ডিও পেরোননি অভিনেত্রী বর্তমানে কলেজছাত্রী তিনি। তবে নিজের ভারী অভিনয়ের মাধ্যমে ছোট বয়সেই সাফল্যের চূড়ায় পৌঁছে গিয়েছেন দিতি।

এই ছোট্ট বয়সে পরিপক্ক অভিনয়ের দ্বারা সকলের মন জয় করে নিয়েছে দিতিপ্রিয়া। কিছুদিন আগেই রাজ্যপাল জাগদীপ ধনকার এর হাত থেকে পেয়েছেন বছরের সেরা অভিনেত্রীর পুরস্কার। ইতিমধ্যে সেই ছবি ও নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন দিতিপ্রিয়া।

আর এবার আবারো সুখবর শোনালেন দিতি, পরিচালক পাভেলের নতুন ছবিতে অভিনয় করতে চলেছেন দিতিপ্রিয়া। নববর্ষের রাতেই নিজের অনুরাগীদের সাথে এই সুখবর ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। এইমুহুর্তে দিতিপ্রিয়ার হাতে অনেককটি কাজ পরিচালক দিয়া অন্নপূর্ণা এর হিন্দি ফিল্ম ‘বব বিশ্বাস’ এ অভিনয় করতে দেখা যাবে দিতিপ্রিয়া কে। অন্যদিকে অতনু ঘোষের পরিচালনায় উত্তম কুমারের বায়োপিকে সাবিত্রী চট্টোপাধ্যায় এর ভূমিকায় অভিনয় করবেন অভিনেত্রী।

Related Articles