বিনোদন

‘রাণীমা’র বেশ ছেড়ে সাবেকি কনের সাজে চমকে দিলেন অভিনেত্রী দিতিপ্রিয়া, মুহূর্তে ভাইরাল ভিডিও

Advertisement
Advertisement

বাংলা টেলিভিশন সিরিজের একটি পরিচিত নাম হল দিতিপ্রিয়া। তবে এই নামের বদলে তাঁকে ‘রানীমা’ বলেই চেনে বাংলার দর্শক। উল্লেখ্য, চারবছর ধরে ‘রানী রাসমনি’ ধারাবাহিকে রাসমনির ভূমিকায় অভিনয় করেও জনপ্রিয়তা এক ফোঁটাও কমেনি তাঁর। বরং বরাবর টিআরপি ভিত্তিক সেরা পাঁচের মধ্যেই থাকে এই ধারাবাহিকটি। তার মূল কারণ হল এই দিতিপ্রিয়ার অভিনয়। যদিও এই কৈশোর থেকে দিদিমা হয়ে ওঠার যাত্রাপথটা বেশ কঠিন ছিল। সেখানে দেখা যাচ্ছে এই বৃদ্ধা রাসমনির স্বামী মারা যাওয়ার পর জামাইদের সাহায্যে নিজের ব্যবসাকে এগিয়ে নিয়ে গেছেন। আবার ইংরেজদের বিরুদ্ধে প্রতিবাদও করেছেন।

এই চরিত্র সহ রানীমা ওরফে দিতিপ্রিয়া এখন সকলের প্রিয় হয়ে উঠেছেন। উল্লেখ্য, শিশু শিল্পী হয়ে টলিউডে অভিনয় জগতে পা রেখেছিলেন তিনি। এরপর একের পর এক ধারাবাহিকে অভিনয় করতে শুরু করেছিলেন তিনি। তবে শুধুমাত্র ধারাবাহিকেই নয়, ধারাবাহিকের পাশাপাশি সাবলীল ভাবেও সিনেমাতে অভিনয় করছেন তিনি। হিন্দি টেলিভিশন সিরিজ ‘স্টোরিজ বাই রবীন্দ্রনাথ টেগোর’-এ অভিনয় করেছেন তিনি। চলচ্চিত্র জগতে পা রেখেছেন সৃজিত মুখার্জির ‘রাজকাহিনী’ সিনেমাতে।

কিশোর বয়স থেকে অভিনয়ের চাপ পড়াশোনাতে আনেননি অভিনেত্রী। শ্যুটিং এবং পড়াশোনা দুটোই সমান তালে চালাচ্ছেন দিতিপ্রিয়া। আগের বছর উচ্চ মাধ্যমিকে ভালো নম্বর‌ও পান তিনি। সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয় তিনি। সম্প্রতি গোয়াতে ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অভিনেত্রীর নতুন সিনেমা ‘অভিযাত্রিক’ প্রদর্শিত হয়। সেখানেই সিনেমার অন্যান্য সদস্যদের সাথে উড়ে গেছিলেন দিতিপ্রিয়া। আর সেই সব মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন তিনি।

উল্লেখ্য, সাধারণত তাঁকে টেলিভিশনের পর্দাতে সাদা আর ঘিয়ে রঙের শাড়ি আর মাথায় ঘোমটা, সাদা চুলে দেখা যায়। তবে এবার অভিনেত্রী আবার অন্যসাজে। হলুদ রঙের ভারী শাড়ির সাথে মানানসই ভারী গহনাতে সেজে মাথায় জুঁই ফুলের মালা গেঁথে মিষ্টি করে সেজেছিলেন তিনি। তবে এটা একটা সাবেকি সাজের ফটোশ্যুট। আর এই ফটোসেশান লেন্সবন্দী করার মুহূর্তগুলি নিয়ে একটি ছোট ভিডিও শেয়ার করলেন তিনি। ব্যাকগ্রাউন্ডে রাহাত ফতে আলি খানের ‘আফরিন আফরিন’ গানটি বাজছে। যা ওই সাজের সঙ্গে মানানসই। সব মিলিয়ে এক মায়াবী আবহ সৃষ্টি করেছে। বেশ ভাইরাল হয়েছে এটি।

Related Articles