বিনোদন

দেশ ও হিন্দু ধর্মকে অপমান, বলিউডকে বয়কট করলেন জনপ্রিয় গায়িকা মৈথিলী ঠাকুর!

Advertisement
Advertisement

বর্তমানে সোশ্যাল মিডিয়া, মূলত ফেসবুকের দৌলতে মানুষের কাছে মানুষের পৌঁছানো খুবই সহজ হয়ে গেছে, আর যদি তা হয় এমন এক মিষ্টি মেয়ের গান, তা হলে তার জন্য মানুষের আদরের যে কমতি হবে না, তা তো বলাই বাহুল্য! সোশ্যাল মিডিয়া, বর্তমান সময়ে দাঁড়িয়ে নিজের প্রতিভা সবার সামনে আনার সবথেকে সহজ গণমাধ্যম! শুধু সামনে আনাই নয়, রীতিমত শেয়ারের ঝড় তুলে ভাইরাল হওয়াও খুব স্বাভাবিক যদি তেমনই গুণ থাকে!

মৈথিলী ঠাকুর, তেমনই এক পরিচিত নাম, লোকগীতি গেয়ে যিনি ফেসবুক, ইউটিউব সর্বত্রই ভাইরাল রীতিমতো। শুধুমাত্র হারমোনিয়াম ও তবলা সঙ্গতে নিয়ে তিনি অনায়াসে গেয়ে ফেলেন কঠিন কঠিন লোকগীতি, ভজন, বা রাগাশ্রয়ী গানগুলি। সেই মৈথিলী কিনা সিদ্ধান্ত নিলেন বলিউডে পা না রাখার।

মৈথিলীর জন্ম বিহারের মধুবনী জেলায়, বাবা রমেশ ঠাকুর নামকরা লোকসঙ্গীত শিল্পী। তাঁর কাছেই হাতেখড়ি মৈথিলীর। তবে বলিউডে প্লেব্যাকের প্রস্তাব এলে ফিরিয়ে দেন মৈথিলী। রাহুল কুমার নামে একটি টুইটার অ্যাকাউন্ট থেকে করা টুইটে জানা যায়, বলিউডে প্লেব্যাক কখনোই করবেন না মৈথিলী। গাইবেন লোকগীতিই।

মৈথিলী তাঁর এই সিদ্ধান্তের কারণ হিসেবে দর্শিয়েছেন, বলিউডে সনাতন হিন্দু ধর্ম ও দেশকে খারাপভাবে দেখানো হয়। একারণেই তিনি তাঁর গান বলিউডে আনবেন না। সিদ্ধান্তটি জানার পর কার্যত ঝড় উঠেছে নেটিজেনদের মধ্যে। গেরুয়াপন্থীরা অবশ্য তীব্র উচ্ছ্বসিত এই সিদ্ধান্তে। তবে অনেকেরই বক্তব্য, সঙ্গীতশিল্পীর একমাত্র ধর্ম সঙ্গীতই হওয়া উচিত।

Related Articles