সম্পূর্ণ খালি গলায় দুর্দান্ত গান গেয়ে রানু মন্ডলকে হার মানাল বাঙালি গৃহবধূ, মুহূর্তে ভাইরাল ভিডিও

চাঁদমনি হেমব্রত, রানু মন্ডল দুজনেই সোশ্যাল মিডিয়ায় নিজের প্রতিভা প্রদর্শনের মাধ্যমে স্টার হয়ে উঠেছেন। এই দুই ব্যক্তিত্ব আমাদের কাছে অনুপ্রেরণা যারা প্রমান করেছেন আর্থিক অনটন কখনো প্রতিভাকে হারাতে পারেনা একদিন না একদিন তা সামনে আসেই। নিজের প্রতিভা বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার জন্য কেবল লাইট ক্যামেরার ঝলক বড়ো মঞ্চের প্রয়োজন হয়না সোশ্যাল মিডিয়ায় মাধ্যমেও নিজের প্রতিভা সকলের সামনে তুলে ধরা যায়।
এরকমই আরেক প্রতিভাবান ব্যক্তিত্ব হল বিপাশা দাস। তিনি সোশ্যাল মিডিয়ায় মাধ্যমে যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছেন। স্বপ্নপূরণের পথে তারও একমাত্র প্রতিবন্ধকতা ছিল অনটন। চাকদহের বিপাশা স্বামী সন্তানদের নিয়ে থাকেন টিনের চালের ঘরে। একটি ছোট্ট চায়ের দোকান চালিয়ে তাদের দিন গুজরান হয়। ছোট থেকে কোনদিন গানের তালিম পাননি কিন্তু কন্ঠসুর যেন তার ঈশ্বরপ্রদত্ত। শুনে শুনেই সব গান শেখা তার।
তিনি সোশ্যাল মিডিয়ায় নিজের গানের ভিডিও পোস্ট করতেন আর তা থেকেই পরিচিত হতে থাকেন। তার গলার সুর প্রতিবার মুগ্ধ করে সবাইকে। এবার যেন তিনিও এক সুযোগ পেলেন আকাশ ছোয়ার। নিজেকে প্রতিষ্ঠিত করার।
সম্প্রতি ইন্ডিয়ান মিক্স ভিডিওস নামের একটি সংস্থার প্রচেষ্টায় তিনি সুযোগ পেয়েছেন কুমার শানুর সঙ্গে ডুয়েট করার। তার গানের প্রশংসা করেছেন কুমার শানু তিনি বলেছেন কোন তালিম ছাড়া এত সুন্দর গানের গলা কল্পনাই করা যায় না। সম্প্রতি তার একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে একটি কঠিন গান অবলীলায় গাইতে দেখা যাচ্ছে তাকে। তবে কি এবার রানু মন্ডল কে ছাপিয়ে গেলেন বিপাশা দাস?