Advertisements

মধুবনীর কোল আলো করে এলো ফুটফুটে পুত্র সন্তান, প্রথম সন্তানের মা হলেন জনপ্রিয় অভিনেত্রী

Advertisements

2010 সালে একটা সিরিয়াল সকল সিরিয়ালপ্রেমীদের মনে জায়গা করে নিয়েছিল। ভালোবাসা ডট কম, হ্যা এই সিরিয়াল আর তার চরিত্ররা মানুষের কাছে আপন হয়ে উঠেছিল। বিশেষ করে তোড়া ওম অর্থাৎ রাজা মধুবনীর এই জোড়িকে ভালোবেসে ফেলেছিলেন দর্শকগন।

অপরদিকে তোড়া ওমের অনস্ক্রিন কেমিস্ট্রি শেষ হয়ে গেলেও মধুবন ও রাজার মধ্যে শুরু হয়েছিল অফস্ক্রিন কেমিস্ট্রি। ভালোবাসা ডট কম সেটে আলাপ থেকে প্রেম গড়িয়ে সংসার। বর্তমানে টলিউড ইন্ডাস্ট্রি অন্যতম মিষ্টি কাপল রাজা ও মধুবনী।

তাদের ভালোবাসার এই গল্পে যুক্ত হলো নতুন চরিত্র। ভাবছেন তো বিষয়টি কি আসলে দুই থেকে তিন হলেন তারা। জীবন গল্পের এই নতুন অধ্যায়ের সূচনা হয়েছে আজ থেকেই। আজ সকালেই টেলি অভিনেত্রী মধুবনীর কোল আলো করে এসেছে এক পুত্র সন্তান। আর এই গুড নিউজস সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন অভিনেতার রাজা গোস্বামী অর্থাৎ মধুবনীর স্বামী।

এইদিন হাসপাতাল থেকেই মধুবনী ও ছেলের সাথে একটি ছবি পোস্ট করে রাজা লিখেন- “আমাদের কোল আলো করে ভদ্রলোক এলেন। ভালোবাসা দেবেন। ছেলের বাবা হলাম। উপরওয়ালাকে ধন্যবাদ।” দীর্ঘ 11 বছরের সম্পর্ক তাদের। আর তারমধ্যে চার বছরের বৈবাহিক জীবন। আর এবার তাদের সংসার পূর্নতা পেল। তাদের এই ছবি পোষ্ট হতেই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে। এভাবেই তারা যাতে সুখে থাকেন সেই আশীর্বাদ করেছেন সকলে।

Related Articles