বিনোদন

বছর শেষে নতুন ইতিহাস গড়লেন অজয়-কাজল, খোশ মেজাজে দেবগন পরিবার

Advertisement
Advertisement

বারবারই সকলে অভিযোগ করছে ২০২০ বছরটা একেবারেই বাজে। অনেকেই বলছে এই বছরটা বিষ বছর আর তাই কোনও কিছুই ভালো হয়নি। তবে, সেই সব কথাকে বুড়ো আঙুল দেখিয়ে বিষ বছরকেই শ্রেষ্ঠ বছর বানিয়ে নিয়েছেন বলিউডের অন্যতম হিট জুটি অজয় দেবগণ-কাজল। কিন্তু অজয় কাজলের জন্য এই বছরটা কেনও ভালো জানেন কি?

২১ বছর ধরে একে অপরের হাতটা শক্ত করে ধরে রেখেছেন অজয় কাজল জুটি। মেয়ে নাইসা,ছেলে যুগকে নিয়ে সুখী পরিবার এই তারকা দম্পতির। কিন্তু দু’জনের ব্যক্তিত্ব একে অপরের থেকে সম্পূর্ন আলাদা। কথা না বলে এক মিনিট থাকতে পারেন না কাজল, অন্যদিকে অজয় শান্ত,ধীর, চুপচাপ। সাফল্যের সঙ্গে এতগুলো বছর কাটিয়ে ফেলল বি – টাউনের এই জুটি। রিয়েল লাইফ রিল লাইফেও অজয় কাজলের সাফল্য শীর্ষে পৌঁছে গিয়েছে। করোনা আবহে চলতি বছর বিনোদন জগত যখন ধুঁকছে ঠিক তখনই ছক্কা হাঁকালেন এই জুটি। 

নিশ্চয়ই বুঝতে পারছেন না হঠাৎ কিসের জন্য চলতি বছর সোনায় সোহাগা হয়ে উঠল অজয় কাজলের জন্য? কথায় বলে কারুর পৌষ মাস কারুর সর্বনাশ। সর্বনাশ অন্য কারুর হলেও পৌষ মাস অজয়-কাজলের তা বলাই বাহুল্য। চলতি বছর মুক্তি পেয়েছে অজয় দেবগনের ‘তানাজি’। এই ছবি ২০২০ বছরে রেকর্ড গড়েছে। চলতি বছর বক্স অফিসে সেরা ছবি হয়ে রইল ‘তানাজি’।

অজয় দেবগণ প্রযোজিত এই ছবির পরিচালক ওম রাউত। নাম ভূমিকায় অজয়। উদয় ভানের চরিত্রে সইফ আলি খান। রয়েছেন কাজলও। ছবিতে তানাজির স্ত্রী সাবিত্রীর চরিত্রে অভিনয় করেছেন কাজল। অজয়ের সঙ্গে তাঁর দৃশ্যগুলো পর্দায় ম্যাজিক সৃষ্টি করেছে। তাঁদের রিয়ালের ইনস্ট্যান্ট কেমিস্ট্রি পর্দায় রিফলেক্ট করছে। আর তাই চলতি বছর বাকি ছবিদের তুরি মেরে এই ছবি আয় করেছে প্রায় ২৭৯.৫৫ কোটি টাকা। ২০২০ ও অজয়ের একশোতম ছবি ইতিহাস হয়েই রয়ে গেল তা বলাই বাহুল্য। 

তানাজি ছবির গল্প মূলত শিবাজি সুবেদার তানাজি, যিনি বীরযোদ্ধা তাকে কেন্দ্র করেই। তিনি প্রথম থেকে শুরু করেই নিজের তলোবারির দাপটে একের পর এক জয় ছিনিয়ে এনেছেন। তাঁরই জীবনী ফুঁটে উঠেছে এই ছবিতে। পারিবারিক গল্পের ধাঁচে এক বীরের গল্পই পরতে পরতে বলে তানাজি ছবিটি। এটা বলতেই হয় অজয় দেবগনের একশো তম ছবি হিসাবেও তানাজি-র প্রমোশনেও এটি একটি মূল অস্ত্র ছিল।

Web Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles