Advertisements

Aishwarya, নাম ধরে ডাকতেই রেগে আগুন জয়া, যা করলেন বচ্চন বধূ ভাইরাল ভিডিও

Advertisements

সেলিব্রেটিদের ঘিরে ভক্তদের উত্তেজনা বরাবর তুঙ্গে থাকে। শুধুমাত্র তাদের আপকামিং সিনেমা বা তাদের ফটোশ্যুট নিয়ে নয় তাদের অন্দরমহলে কি চলছে সেই ঘিরেও থাকে কৌতূহল। তারা কি করছে কার সাথে ঘুরছে সবকিছু যেন লাইমলাইটে থাকে। তারকাদের পুরোটাই যেন গসিপে মোড়া। আর তা যদি হই বচ্চন পরিবারের কথা তাহলে তো কথায় নেই। বিশেষত ঐশ্বর্যের সাথে জয়া বচ্চনের সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়ায় মাঝেমধ্যে।

কানাঘুষো শোনা যায় ঐশ্বর্য সাথে অমিতাভের স্ত্রী জয়া বচ্চন এর সম্পর্ক নাকি মোটেই ভালো না। শাশুড়ি বৌমার সম্পর্ক নিয়ে নানা গল্পগাথাও রয়েছে। ‘এ দিল হে মুশকিল’ মুক্তির পর এই গুঞ্জন আরও বেশী স্পষ্ট হয়ে ওঠে তখন থেকেই নাকি অমিতাভ ও জয়া বচ্চনের সাথে ঐশ্বর্য সম্পর্কের আরও অবনতি ঘটেছে। ঘনিষ্ঠ দৃশ্যের শুটিং নিয়ে গৃহবিবাদ চরমে উঠেছিল এমনটাই শোনা গেছে।

কিন্তু এ কথাগুলির মধ্যে আদৌও কতটা সত্যতা আছে তা নিয়ে কিন্তু প্রশ্ন জাগবে এই ভিডিওটি দেখলে। বিয়ের পর থেকেই বেশিরভাগ সময় জয়া বচ্চনের সাথে ঐশ্বর্য কে দেখা যেত। বিভিন্ন অনুষ্ঠানের পার্টিতে বৌমাকে সাথে নিয়ে ঘুরতেন জয়া বচ্চন।

সম্প্রতি যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে ঐশ্বর্য কে এক সাংবাদিক নাম ধরে ডাক ছিলেন। আর সেই সময়ে ঐশ্বর্যের সাথে ছিলেন জয়া বচ্চন। এই ঘটনাতে সাংবাদিকের ওপর সাংঘাতিকভাবে রেগে যান জয়া। সাংবাদিককে ধমক দিয়ে বলে ঐশ্বর্য ঐশ্বর্য কি? ওকি তোমার স্কুলের বন্ধু। নিজের বৌমার সম্মানের প্রতি যে যথেষ্ট যত্নশীল তা ভিডিও থেকে স্পষ্ট। ভিডিওটি বেশ পুরনো হলেও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় আবার ভাইরাল হয়েছে।

বর্তমানে তাদের সম্পর্ক এখনো এইরকমই মধুর নাকি এ দিল হে মুশকিল সিনেমার পর থেকে সত্যিই তিক্ততা রয়ে গেছে তা নিয়ে ধন্দে আছেন নেটিজেনরা।

Related Articles