Advertisements

নির্মম ঘটনা! প্রেমিকের সঙ্গে মিলে আপন ভাইকে নৃশংসভাবে খুনের অভিযোগ, গ্রেফতার জনপ্রিয় অভিনেত্রী

Advertisements

নিজের ভাইকে কুপিয়ে খুনের অভিযোগে গ্রেফতার জনপ্রিয় কন্নড় অভিনেত্রী শানায়া কাটওয়ে। জানা গেছে, অভিনেত্রীর সাথে ২১ বছর বয়সী নিয়াজাহমেদ কাটিগর নামের একজন যুবকের সাথে প্রেমের সম্পর্ক চলছিলো, যা অভিনেত্রীর ভাই মেনে নেয়নি, আর তারপরেই প্রেমিকের সাথে মিলে ভাই রাকেশ কাটওয়েকে (৩২) খুনের ছক কষে নায়িকা।

ইতিমধ্যে হুব্বাল্লি গ্রামীণ পুলিশ তৌসিফ চন্নপুর (২১), আমান গিরানিওয়াল (১৯), আলতাফ মোল্লা (২৪ ) এবং নিয়াজাহমেদ কাটিগর (২১) নামে তিন সন্দেহভাজনকে গ্রেফতার করেছে। এই অভিযুক্তদের জেরার মাধ্যমেই রাকেশ কাটওয়েকের খুনের ঘটনায় উঠে এসেছে অভিনেত্রীর নাম।

একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রাকেশ কাটওয়েকে তার বাড়িতেই খুন করা হয়, সেই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন অভিনেত্রী শানায়া। তথ্য এবং প্রমাণ লোপাটের উদ্দেশ্যে খুনের পর রাকেশের দেহ বিভিন্ন অংশে পৃথক করে সেগুলিকে নিয়াজাহমেদ কাটিগর এবং বাকি তিন অভিযুক্ত দেবরগুদিহালের জঙ্গল, গাদাগ রোড এবং হুবলির আলাদা আলাদা জায়গায় ফেলে দিয়েছিল।

শানায়াকে গত বৃহস্পতিবার হেফাজতে নিয়েছে পুলিশ, কন্নড় ফিল্ম জগতের বেশ পরিচিত মুখ শানায়া। ২০১৮ সালে ‘ইদাম প্রেমাম জীবানাম’ ছবি দিয়ে ডেবিউ করেন নায়িকা। সম্প্রতি ‘অন্দু ঘনটেয়া কাথে’ নামের একটি অ্যাডাল্ট কমেডি ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে শানায়াকে। এই খুনের ঘটনা সামনে আসার পরেই চাঞ্চল্য ছড়িয়েছে কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রিতে।

Related Articles