টেক নিউজনিউজ

Jio Air Fiber: গণেশ চতুর্থীর দিন লঞ্চ হলো জিও এয়ার ফাইবার, মিলবে 1Gbps স্পীড ইন্টারনেট পরিষেবা

তার ছাড়াই চলবে ইন্টারনেট, লঞ্চ হলো জিও এয়ার ফাইবার

Advertisement
Advertisement

ভারতের অন্যতম জনপ্রিয় টেলিকম সংস্থা হলো রিলাইয়েন্স জিও। এই সংস্থা শুধু টেলিকম বাজার থেকে শুরু করে স্মার্টফোন, ল্যাপটপ সবের বাজরেই পা রেখেছে। কিছুদিন আগেই জিও বুক লঞ্চ করেছে এই সংস্থা। এবার গণেশ চতুর্থী উপলক্ষে জিও ভারতে লঞ্চ করলো এয়ার ফাইবার (Jio Air Fiber)। এর ফলে এবার তার ছাড়াই বাড়িতে ইন্টারনেট কানেকশন চলবে, তাও দ্রুত গতিতে। চলুন প্রতিবেদন থেকে আরো বিস্তারিত জেনে নিন।

গণেশ চতুর্থীর দিন দেশ জুড়ে লঞ্চ করা হলো জিও এয়ার ফাইবার (Jio Air Fiber)। আপাতত ভাবে দেশের প্রধান ৮টি শহর যথা আহমেদাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, হায়াদরাবাদ, কলকাতা, মুম্বই এবং পুনেতে এই এয়ার ফাইবার ইন্টারনের পরিষেবা চালু করবে জিও। ধীরে ধীরে গোটা জিও এয়ার ফাইবারের মাধমে দেশে ছড়িয়ে পড়বে তার বিহীন ইন্টারনেট পরিষেবা।

রিলাইয়েন্স জিও জানিয়েছে, জিও এয়ার ফাইবার (Jio Air Fiber) 1Gbps স্পীডে ইন্টারনেট পরিষেবা মিলবে। এর সাথে পাওয়া যাবে ৫৫০ টির বেশি ডিজিটাল টিভি চ্যানেল ওঅ্যামাজন প্রাইম, ডিজনি + হটস্টার, সোনিলিভ, জি5, জিও সিনেমা সহ ১৬টি ওটিটি চ্যানেল। প্লাগ-অ্যান্ড-প্লে মডেল হিসেবে কাজ করবে জিও এয়ার ফাইবার। যার অর্থ সুইচবোর্ডে প্লাগ ইন করলেই মিলবে ইন্টারনেট পরিষেবা। জিও ফাইবার কানেকশন নিয়ে দেওয়া হবে, WiFi রাউটার, 4K স্মার্ট সেট-টপ বক্স এবং একটি ভয়েস অ্যাক্টিভ রিমোট।

জিও এয়ার ফাইবার (Jio Air Fiber) ইতিমধ্যেই বেশ কিছু প্ল্যানও বাজারে এনেছে। যেখানে ৬টি নতুন প্ল্যান ঘোষণা করেছে জিও। এর মধ্যে রয়েছে ৫৯৯ টাকার প্ল্যান। যেখানে 30Mbps স্পিডে ইন্টারনেট পরিষেবা ব্যাবহার করতে পারবে। ১০০ Mbps স্পীডের জন্য রয়েছে ৮৯৯ ও ১১৯৯ টাকার দুটি প্ল্যান। এছাড়া রয়েছে ২,৪৯৯ টাকা, ১৪৯৯ টাকা এবং ৩,৯৯৯ টাকার প্ল্যান।

Related Articles