টেক নিউজনিউজ

Oppo A79 5G: অ্যান্ড্রয়েড প্রেমীদের জন্য সুখবর, দুর্দান্ত ফিচার সহ শীঘ্রই বাজারে আসছে

Oppo আনতে চলেছে মিড রেঞ্জের নতুন স্মার্টফোন

Advertisement
Advertisement

মধ্যবিত্তের সাধ্যের মধ্যে সাধপূরণের স্বপ্নকে বাস্তবায়িত করতে খুব শীঘ্রই ওপ্পো তাদের মিডিল রেঞ্জ A সিরিজের আরো একটি নতুন স্মার্টফোন শীঘ্রই বাজারে লঞ্চ করতে চলেছে। তবে লঞ্চের আগেই এনবিটিসি (NBTC), আইএমডিএ (IMDA), টিইউভি রাইনল্যান্ড (TUV Rheinland) এবং এফসিসি (FCC) এই ফোনটির ফিচার সম্পর্কে নানা তথ্য প্রকাশ করেছে। এই ফোনটির। নতুন লঞ্চ হতে চলা এই ফোনের (Oppo A79 5G) ক্যামেরাটি এফভি৫ ওয়েবসাইটে উপলব্ধ রয়েছে।

ক্রেতাদের মধ্যে ওপ্পো ফোনের প্রতি জনপ্রিয়তা লক্ষ্য করে সংস্থাটি। এবছরের শুরুর দিকে সাধারণের কথা মাথায় রেখেই তাদের A সিরিজের ফোন A78,5G বাজারে নিয়ে এসেছে। আর এবার তাদের মিড রেঞ্জ স্মার্টফোনের তালিকায় নয়া সংযোজন হতে চলেছে এই A79,5G ফোনটি। ইতিমধ্যেই থাইল্যান্ডের NBTC (ন্যাশনাল ব্রডকাস্টিং অ্যান্ড টেলিকমিউনিকেশন কমিশন) এর ওয়েবসাইটে মডেল নম্বর সহ এই স্মার্টফোনটির (Oppo A79 5G) নাম যুক্ত হয়েছে। নতুন লঞ্চ হতে চলা এই ফোনটির মডেল নম্বর হলো CPH2557।

IMDA এবং TUV Rheinland এর তথ্য দ্বারাও শীঘ্রই এই ফোনের আগমনের খবর নিশ্চিত ভাবে জানানো হয়েছে। ইতিমধ্যেই TUV Rheinland এই ফো কিছু বিশেষত্ব প্রকাশ করেছে। সেই তথ্য থেকে জানা যায় বাণিজ্যিক ভাবে 5000mah ব্যাটারির স্মার্টফোনের বিজ্ঞাপন দ্বারা একে বাজারজাত করা হবে।এই ফোনের ব্যাটারি থাকবে 4880mah এবং এই ব্যাটারির দ্বারা 33 ওয়াট ফার্স্ট চার্জিং সিস্টেমকে কাজে লাগিয়ে খুব কম সময়েই চার্জ দেওয়া সম্ভব হবে। এই ফোনটির (Oppo A79 5G) পরিমাপ হবে 165.61×76.02×7.99 মিলিমিটার। এর ওজন থাকবে 193 গ্রাম। মার্কিন যুক্তরাষ্ট্রের FCC সংস্থার তথ্য অনুযায়ী জানা গেছে এই অ্যান্ড্রয়েড স্মার্টফোনটি ColorOS 13.1 সফটওয়্যারে চলবে।

নতুন লঞ্চ হতে চলা এই ফোনের ব্যবহারকারীরা ফোনে 5G, এফএম রেডিও, জিপিএস, গ্লোনাস, গ্যালিলেও, ওয়াইফাই 802.11 B/G/N/AC, এসবিএএস, এনএফসি ইত্যাদি ফিচারগুকি ব্যাবহার করতে পারবেন। এছাড়া ফটোপ্রেমীদের জন্যও খুশির বার্তা দিয়েছে এই সংস্থা। কারণ আসন্ন এই স্মার্টফোনটিতে থাকছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা যা 12.5 মেগাপিক্সেল রেজোলিউশন হিসেবে ছবি তুলতে সক্ষম এবং এর সেন্সরে একটি F/1.8 অ্যাপারচার ও অবস্থান করবে। ফোনটিতে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাও সংযুক্ত করা হয়েছে। সব মিলিয়ে দুর্দান্ত ফিচার সহ অতি শীঘ্রই সাধারণের হাতের নাগালে আসতে চলেছে এই স্মার্টফোনটি।

Related Articles