টেক নিউজনিউজ

ল্যাপটপ, ট্যাব অতীত! এবার দেশের বাজার কাঁপাতে 4G ইলেকট্রিক স্কুটার লঞ্চ করল Acer

Advertisement
Advertisement

এবার ‘Acer’ সংস্থা ঘোষণা করলো তাদের প্রথম ইলেকট্রিক স্কুটার ‘MUVI 125 4G’ এর কথা। সম্প্রতি নয়ডাতে অনুষ্ঠিত হওয়া ‘এক্সপোমার্ট’ ইভেন্টে তারা তাদের এই স্কুটারের কথা ঘোষণা করেছে। শুধু তাই নয় অন্যান্য বেশ কিছু সংস্থাও তাদের ইলেকট্রিক যানবাহনগুলি তুলে ধরেছে এই ইভেন্টে। ‘Acer’ মূলত আরেক জনপ্রিয় সংস্থা ‘eBikeGo’ এর সাথে জুটি বেঁধে এই স্কুটারটি তৈরি করবে।

যদিও এই স্কুটারের সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি তবে মনে করা হচ্ছে তারা দীপাবলিতেই ভারতে এই স্কুটারটি লঞ্চ করবে। যদি আমরা কিছু ফিচার দেখি তাহলে এতে অপসারণযোগ্য দুটি ব্যাটারী ব্যবহার করা হবে। যার অর্থ আপনি খুব সহজেই এই ব্যাটারীগুলি পরিবর্তন করতে পারবেন। যা অন্যান্য স্কুটারে খুব একটা দেখা যায় না।

একইসাথে এতে থাকবে ১৬ ইঞ্চি হুইল, যেটিকে সংস্থার তরফ থেকে ‘Data-driven Design’ আখ্যা দেওয়া হয়েছে। বিভিন্ন তথ্য থেকে জানা গিয়েছে ‘MUVI’ স্কুটারগুলি মূলত ফ্রান্সের সংস্থা ‘Torrot’ দ্বারা উৎপাদিত হতো। তবে ২০২১ সালে এই সংস্থা থেকে ‘MUVI’ স্কুটার উৎপাদনের দায়িত্ব নেয় ‘eBikeGo’। যার দ্বারা এটাই স্পষ্ট যে এই ইলেকট্রিক স্কুটারগুলি ইতিমধ্যেই ইউরোপীয় বাজার উপলব্ধ রয়েছে।

এবার ভারতে এগুলো বিক্রি করবে ‘Acer’। অন্যদিকে এই স্কুটারের বেশ কিছু ফিচার প্রকাশ্যে এসেছে। যেমন সেখানে সর্বাধিক গতি থাকবে ৬০ কিলোমিটার প্রতি ঘন্টা এবং ইকো মোডে থাকবে ১০০ কিলোমিটার প্রতি ঘন্টা। এই স্কুটারে ব্যবহার করা হবে ৩ কিলোওয়াট ইলেকট্রিক মোটর, যার পারফরম্যান্স পেট্রোলচালিত স্কুটারের ১২৫ সিসি ইঞ্জিনের সমান।

Related Articles