মাতাল স্বামীকে শুটিয়ে লাল করলেন স্ত্রী, তুমুল ভাইরাল ভিডিও
নেশা করে স্ত্রীকে অত্যাচার বা সেই নিয়ে ঝামেলা চলার খবর প্রায়ই শোনা যায়। এই নেশা করা নিয়ে স্ত্রীরা অসম্মতি জানালে বেশিরভাগ পুরুষই পাত্তা দেন না, আকন্ঠ মদ গেলা থেকে বিরতও হন না। তেমনি ঘটনা ঘটেছিল এই দম্পতির ক্ষেত্রে। স্ত্রীর মদ খাওয়ার নিষেধাজ্ঞা স্বামী কর্ণপাত করেনি আকন্ঠ মদ গিলেই ঘরে এসেছিলেন। তারপরে স্ত্রী রেগে আগুন হয়ে যা কাণ্ড ঘটালেন তা দেখলে ভয় পেয়ে যাবেন।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে একজন স্ত্রী তার স্বামীকে বেধে লাঠি দিয়ে তুমুলভাবে মেরে চলেছেন। এই ভিডিওটি যিনি শেয়ার করেছেন তিনি জানিয়েছেন যে মহিলাটির স্বামী আকন্ঠ মদ্যপান করে মাতাল হয়ে রয়েছেন। তাই রেগে তার স্ত্রী তাকে এইভাবে মারছেন।
ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই দুরকম প্রতিক্রিয়া পাওয়া গেছে। কেউ বলছেন এভাবে না মেরে বুঝিয়ে বলা উচিত কেউ আবার বলেছেন এইভাবেই জব্দ করা উচিত মাতালদের। আবার কেউ মজা করে লিখেছেন এবার এই স্বামীটির মদ ছেড়ে দেওয়া উচিত। আবার অনেকে কমেন্টে লিখেছেন আমার যদি এরকম একখান বউ থাকতো। তবে ঘটনাটি কবেকার বা কোথাকার সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। ভিডিওটি দেখে না থাকলে আপনিও দেখে নিন।