অফবিটনিউজ

Travel Tips on Puja: পুজোর মরশুমে ভ্রমণ পরিকল্পনা? ঘুরে আসুন পাহাড়ে ঘেরা এই ফুলের উপত্যকা থেকে

নিউ জলপাইগুড়ি থেকে ৯০ কিমি দূরে অবস্থিত এই গ্রাম, কীভাবে যাবেন?

Advertisement
Advertisement

ভ্রমণপিপাসু বাঙালি ছুটি পেলেই ঘুরতে বেরিয়ে পড়েন। বাংলা জুড়ে উৎসবের মরশুম শুরু হয়ে গেছে। দুর্গাপুজোর উপলক্ষে একটি টানা ছুটি পাবে মানুষ। আর এই পুজোর ছুটিতে অনেকেই ভ্রমণের পরিকল্পনা (Travel Tips on Puja) করে ফেলেছেন। আপনিও কী পুজোর ছুটিতে ঘুরতে যাবেন বলে ভাবছেন? তাহলে আপনার জন্য এক সুন্দর ডেস্টিনেশনের খোঁজ আজ দেব। এখানে গেলে আপনার মন একেবারে ভালো হয়ে যাবে।

এ বছরের পুজোর ছুটিতে যারা পাহাড় ঘোরার পরিকল্পনা করছেন, তাদের জন্য দারুন জায়গা হতে পারে কালিম্পং-এর এই গ্রামটি। যে গ্রামের নাম রিকিসুম (Travel Tips on Puja)। এই গ্রামটির নাম যেমন মিষ্টি, তেমনই এই গ্রামটিও বেশ মিষ্টি। এখানে গেলে আপনার মন মুগ্ধ হয়ে যাবে। পাইন গাছে ঘেরা এই ছোট্ট উপত্যকাই চোখে পড়বে হরেক রকমের ফুল। রংবাহারি ফলের কারণে রিকিসুমকে ফুলের উপত্যকাও বলা হয়।

প্রায় ৬,৩০০ ফুট উচ্চতায় অবস্থিত রিকিসুম গ্রামের আবহাওয়া ও পরিবেশ সারা বছর প্রায় একই থাকে। পরিবার কিংবা বন্ধু বান্ধবদের জন্য ২ থেকে ৩ দিন কাটিয়ে আসায় যায় (Travel Tips on Puja)। এখানকার ঠান্ডা বাতাস শরীর ছুঁয়ে যাবে আপনার। চোখে পড়বে রোডোডেনড্রন, ম্যাগনালিয়া ফুল। এই গ্রাম থেকে দার্জিলিং, তিব্বত, নেপাল, ভুটানের হিমালয়ের বিভিন্ন শৃঙ্গ স্পষ্ট ভাবে দেখতে পাবেন।

প্রসঙ্গত, রিকিসুম গ্রামের অধীনে রয়েছে পাইন গাছের ট্রেডমার্ক। নিউ জলপাইগুড়ি থেকে ৯০ কিমি দূরত্বে অবস্থিত এই গ্রাম। ট্রেনে গেলে নিউ জলপাইগুড়ি স্টেশনে নেবে সেখান থেকে কালিম্পং হয়ে রিকিসুম যেতে হবে। তবে প্লেনে করে যেটা হলে বাগডোরা এয়ারপোর্টে নেমে কালিম্পং হয়ে যেতে হবে। এখানে থাকার জন্য হোমেস্ট পেয়ে যাবেন। যদিও তার সংখ্যা খুব কম। তাই যদি রিকিসুম ভ্রমণের পরিকল্পনা (Travel Tips on Puja) থাকে আগে থেকে বুকিং করে নেবেন।

Related Articles