অফবিটভাইরাল ভিডিও

বিরল ঘটনা, একটা বড় পাখি ধরে খুবলে খাচ্ছে অ্যাভিকুলারিয়া, ভাইরাল ভিডিও

এই ভিডিও কিন্তু মজাদার নয়, এই ভিডিও দেখলে আপনার ভয় লাগতে পারে কিংবা গায়ে কাঁটা দিয়ে উঠতে পারে।

Advertisement
Advertisement

বর্তমানে সোশ্যাল মিডিয়ার দৌলতে পৃথিবীর নানা প্রান্তের বিভিন্ন কাহিনী ঘরে বসেই জানা যায়। নানা অবাক করা কাহিনী কিংবা ছবি নিমেষেই ভাইরাল হয়ে যায়। আর সেইসব অদ্ভুত দৃশ্যের সাক্ষী থাকছেন লক্ষ লক্ষ মানুষ। এমন কিছু ভিডিও আছে যেগুলি সমস্ত সোশ্যাল মিডিয়া যেমন- ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে শেয়ার করা হয়। সেইসব ভিডিও দেখে নেটজনতা মন থেকে খুব খুশি হয়ে যায়। সম্প্রতি এমনি এক ভিডিও ভাইরাল হয়েছে।

তবে এই ভিডিও কিন্তু মজাদার নয়, এই ভিডিও দেখলে আপনার ভয় লাগতে পারে কিংবা গায়ে কাঁটা দিয়ে উঠতে পারে। ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি বিশালাকৃতি দৈত্যাকার মাকড়সা একটি পাখিকে গিলে খাচ্ছে। এই মাকড়সাটির রয়েছে দীর্ঘ পা ও শরীর জুড়ে কালো পশম। এই মাকড়সাটির নাম অ্যাভিকুলারিয়া। এই প্রজাতির মাকড়সা টারান্টুলা প্রজাতির অন্তর্গত।

সাধারণত এই প্রজাতির মাকড়সার বসবাস দক্ষিণ আমেরিকার গ্রীষ্মমন্ডলীয় অঞ্চলে। অ্যাভিকুলারিয়া প্রজাতির মাকড়সারা গাছ ও গুল্মে বসবাস করে। তাঁদের গোটা শরীর জুড়ে থাকে পশম। এই বিশালাকৃতি মাকড়সার প্রধান খাদ্য পাখি ও ইঁদুর। আর সেরকম এক পাখিকে আস্ত গিলে খাচ্ছে মাকড়সা।

দেখুন সেই ভিডিও-

Related Articles