অফবিটনিউজ

Mahalaya 2023: জি বাংলায় সম্প্রচারিত হবে ‘নবপত্রিকায় দেবীবরণ’, দেবীর নয় রূপে দেখা যাবে নয় অভিনেত্রীকে

দেবীর কোন রূপে কোন অভিনেত্রী থাকবেন? 'নবপত্রিকায় দেবীবরণ'-এর খুঁটিনাটি জেনে নিন

Advertisement
Advertisement

আগামী ১৪ই অক্টোবর পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবিপক্ষের সূচনা ঘটবে এদিনই মহালয়া (Mahalaya 2023)। বাঙালির জীবনে মহালয়া বিশেষ ভাবে জড়িয়ে রয়েছে। মহালয়ার মধ্যে দিয়েই পুজোর দিন শুরু হয়ে যায়। এদিন অনেকেই গঙ্গার ঘাটে গিয়ে পিতৃতর্পণ করেন। মহালয়া হাতে গোনা আর কয়েকটি দিন বাকি। এ দিন ভোরে উঠে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের ‘মহিষাসুরমর্দিনী’ শোনেন না এমন মানুষ কম।

তারপরই সকলে চোখ রাখেন টিভির পর্দায়। সেখানে দেখানো হয় প্রভাতী অনুষ্ঠান। আগে শুধুমাত্র দুরদর্শন থেকেই এই প্রভতী অনুষ্ঠান সম্প্রচার করা হতো। তবে বর্তমানে বিভিন্ন বেসরকারি চ্যানেলেও মহালয়ার (Mahalaya 2023) ভোরে সম্প্রচারিত হয় এই প্রভাতী অনুষ্ঠান। এ বছরও বিভিন্ন চ্যানেলে সম্প্রচার করা হবে মহিষাসুরমর্দিনী। এরমধ্যে এবারে জি বাংলা চ্যানেলে একটু অন্য ভাবে মহালয়া দেখা যাবে। এবারে এই চ্যানেলে ‘নবপত্রিকায় দেবীবরণ’ সম্প্রচার করা হবে।

‘নবপত্রিকা’-র অর্থ নয়টি উদ্ভিদ, যা বাঙালির দুর্গাপূজার একটি অংশ। এই নয়টি উদ্ভিদ দেবী দুর্গার নয়টি রূপকে প্রকাশ করে। ব্রহ্মাণী, কালিকা, উমা, কার্তিকী, শিবা, রক্তদন্তিকা, শোকরোহিতা, চামুন্ডা, লক্ষী। এই নয়টি রূপকে একত্রে নবপত্রিকাবাসিনী নবদুর্গা বলা হয়। এবারে মহালয়ায় (Mahalaya 2023) জি বাংলার পর্দায় দেবীর এই নয়টি রূপই দেখানো হবে। যেখানে দেখা যাবে জি বাংলার জনপ্রিয় অভিনেত্রীদের। ইতিমধ্যে ‘নব পত্রিকা’ টিজার প্রকাশ পেয়েছে। যেখানে দুর্গা চরিত্রে অভিনয় করবেন অঙ্কিতা মল্লিককে এবং শিবের চরিত্রে দেখা যাবে অভিষেক বসুকে।

এছাড়া দেবী ব্রহ্মাণী হিসেবে দেখা যাবে মোহনা মাইতিকে। শ্রুতি দাস হয়েছেন দেবী কালিকা। জনপ্রিয় অভিনেত্রী দিতিপ্রিয়া রায়কে দেখা যাবে উমা চরিত্রে। অন্যদিকে ‘পর্ণা’ তথা পল্লবী শর্মা করছে দেবী কার্তিকীর চরিত্রে অভিনয়। দেবী শিবা হিসাবে অভিনয় করবেন অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য। দেবী রক্তদন্তিকা হিসাবে দেখা যাবে মিতুল ওরফে আরাত্রিকাকে। দেবী শোকরহিতা হিসেবে দেখা যাবে অভিনেত্রী মানালি দে কে। এছাড়া দেবী চামুণ্ডা ও দেবী লক্ষ্মীর ভূমিকায় দেখা যাবে যথাক্রমে শ্রাবণী ও দিব্যাণী মণ্ডলকে। তাহলে আপনি মহালয়ার (Mahalaya 2023) দিন জি বাংলার নব পত্রিকা দেখবেন তো? কমেন্ট বক্সে জানান।

Related Articles