অফবিট

বলুনতো চোখের সাদা অংশের নাম কী? চোখে দেখলেও উত্তর জানেন না বেশিরভাগ মানুষ- General Knowledge

Advertisement
Advertisement

General Knowledge: অজানাকে জানতে এবং অচেনাকে চিনতে নিত্যদিন এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ছুটে চলেছেন হাজার হাজার মানুষ। আসলে শিক্ষার হয় না কোনো শেষ। প্রায় প্রত্যেকটা দিন নতুন কিছু না কিছু শিখে চলেছি আমরা। আর তারপর যদি প্রসঙ্গটা উঠে আসে চাকরির তাহলে কিন্তু প্রস্তুতিটাও নিতে হয় জোর কদমে। সরকারি চাকরি হোক কিংবা বেসরকারি, যে কোনো চাকরির ক্ষেত্রেই পরীক্ষা অথবা ইন্টারভিউ এর সম্মুখীন হতে হয় আমাদের। আর সেখানেই কিন্তু নানান ধরনের সাধারণ জ্ঞান সম্পর্কিত প্রশ্ন উত্তর করা হয়ে থাকে।

আমাদের আশেপাশে এমন বহু জিনিস রয়েছে যেগুলি সম্পর্কে খুব একটা তথ্য আমাদের কাছে নেই। বলা ভালো, আমাদের জানার পরিধির বাইরে এই আশ্চর্যজনক সমস্ত তথ্য। কিন্তু তা সত্ত্বেও মাঝেমধ্যে কৌতুহলবশত অনেক প্রশ্নের উত্তর হাতড়ে বেড়াই আমরা। এমনকি আমাদের শরীরের এমন বহু পার্টস রয়েছে যেগুলির সঠিক নাম আমাদের জানা নেই। আর তাই উত্তরটা জানলে রীতিমতো আকাশ থেকে পড়তে হয়। আজকের এই প্রতিবেদনেও কিন্তু তেমনই একটি প্রশ্ন সম্পর্কে আলোচনা করা হচ্ছে।

চোখ। আমাদের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। চোখ যদি না থাকতো তাহলে এই পৃথিবীর সৌন্দর্য কখনোই দেখতেই পারতাম না আমরা। তবে এমন অনেকেই রয়েছেন যারা জানেন না চোখের কালো অংশকে মনি বলা হলেও চোখের সাদা অংশকে ঠিক কী বলা হয়। আজকাল নানান ধরনের প্রতিযোগিতা মূলক পরীক্ষায় এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হয়। এমনকি চাকরির ক্ষেত্রেও মাঝে মাঝে এমন বেশ কিছু প্রশ্ন করা হয়ে থাকে। তবে উত্তরটা না জানায় হা করে চেয়ে বসে থাকতে হয় আমাদের। আজকের প্রশ্নটিও কিন্তু সেরকমই।

জানিয়ে রাখি, চোখের সাদা অংশকে বলা শ্বেতমণ্ডল। এই প্রতিবেদনে আরও একটি প্রশ্নের উত্তর আপনাদের দিয়ে দিচ্ছি। অনেকেই হয়তো আমরা জানিনা যে আমরা যখন চোখ বন্ধ করি তখন যে রং আমাদের চোখের সামনে ভেসে ওঠে তার নাম কী? এর উত্তর হল চোখ বন্ধ করলে আমরা যে রংটি দেখতে পাই বা অনুভব করতে পারি সেটির নাম আইগেনগ্রাও। অনেক সময় এটি কালো রং মনে হলেও তা কিন্তু নয়। বরং এটি একটি ইউনিক কালার। যা কেবলমাত্র চোখ বন্ধ করলেই আমরা দেখতে পাই।

Related Articles