অফবিটনিউজ

Google: Google নাম শোনেনি এমন মানুষ পাওয়া মুশকিল, কিন্তু এই নামের ইতিহাস জানেন ক’জন?

Google-এর আসল নাম কী জানেন? না জানলে প্রতিবেদন থেকে জেনে নিন

Advertisement
Advertisement

বর্তমান সময়ে ইন্টারনেট জগতে সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন হলো গুগল (Google)। বাচ্চা থেকে বুড়ো, সকলেই আজ প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে গুগলের উপর নির্ভরশীল। কোনো কিছু জানানর হোক বা কোনো কিছু ভিডিও দেখার হোক বা ইমেল পাঠানো সবটাই গুগল নির্ভর। তাই গুগলকে ইন্টারনেট দুনিয়ার রাজা বললে ভুল হবে না। তবে জানেন কী ইন্টারনেট জগতের সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন Google-এর আসল নাম কী? জেনে নিন প্রতিবেদন থেকে।

১৯৯৮ সালে ৪ঠা সেপ্টেম্বর আমেরিকার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে পিএইচডি করা দুই ছাত্র ল্যারি পেজ এবং সের্গেই ব্রিন মিলিত ভাবে তৈরি করেন গুগল (Google)। প্রথমে এই সার্চ ইঞ্জিন তৈরি করে, ওই দুজন এই সার্চ ইঞ্জিনের নাম রাখেন BackRub। তবে কোম্পানির নাম যখন রেজিস্ট্রেশন হবে, তখন তারা এই সার্চ ইঞ্জিনের নাম GOOGOL রাখার সিন্ধান্ত নেই। অর্থাৎ Google নয় সর্বপ্রথম এই সার্চ ইঞ্জিনের নাম ঠিক হয়েছিল GOOGOL নামে।

জানেন কী এই GOOGOL এর অর্থ কী? গাণিতিক পরিভাষায় এর একটি অর্থ রয়েছে, তা হলো ১০০। এখন প্রশ্ন হলো তাহলে কেন GOOGOL থেকে Google করা হলো? আসলে Google করা হয়নি, ভুল করে হয়ে গিয়েছে। কোম্পানির নাম রেজিস্ট্রেশন করার সময় ভুল করে GOOGOL এর পরিবর্তে Google লিখে ফেলা হয়েছিল। আজও তাই GOOGOL মানুষের মুখে মুখে শোনা যায়।

প্রসঙ্গত উল্লেখ্য, গত কাল গুগলের ২৫ তম জন্মদিন ছিল। ২৫ বছর উৎযাপন গুগল গতকাল ডুডুলের মাধমে বিশেষ ভাবে G25gle লিখেছিল। তবে ৪ঠা সেপ্টেম্বর গুগলের প্রতিষ্ঠা হয়েছিল, তাহলে কেন ২৭শে সেপ্টেম্বর গুগলের জন্মদিন পালন করা হয়? এর পিছনেও রয়েছে একটি কারণ। আসলে আগে ৪ঠা সেপ্টেম্বরই গুগলের জন্মদিন পালন করা হতো। তবে
পরে গুগল (Google) সার্চ ইঞ্জিনে রেকর্ড সার্চ পেজ যোগ করার দিনটি অর্থাৎ ২৭শে সেপ্টেম্বর গুগলের জন্মদিন হিসাবে উৎযাপন করে।

Related Articles