কলকাতানিউজরাজ্য

ফের নিম্নচাপের ভ্রূকুটি, বাংলায় জাঁকিয়ে পড়তে চলেছে ঠান্ডা!

এবার ফের আরেক নিম্নচাপ সৃষ্টি হতে চলেছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

Advertisement
Advertisement

আবহাওয়া দফতর আগেই বলেছিল যে এবার বর্ষা যেমন বেশি হয়েছে, ঠিক তেমনি হাড়কাঁপানো শীত পড়বে। সদ্যই পুজো শেষ হয়েছে। আর পুজোর পর থেকেই বাংলাতে তাপমাত্রা কমতে শুরু করেছে, ঠান্ডাও বেশ ভালোই অনুভূত হচ্ছে। তবে এবার ফের আরেক নিম্নচাপ সৃষ্টি হতে চলেছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

আগামীকাল অর্থাৎ ২৯ শে অক্টোবর পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং সন্নিহিত আন্দামান সাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে। যদিও এই নিম্নচাপের অভিমুখ কোন দিকে হবে তা এখনও জানা যায়নি। এখন বেশ কয়েকদিন ধরে আকাশ রোদ ঝলমলে রয়েছে। অষ্টমীর পর থেকে আর সেভাবে বাংলাতে বৃষ্টির দেখা মেলেনি। তবে তাপমাত্রার পারদ নেমেছে। রাতের দিকে বেশ ভালোই ঠান্ডা অনুভূত হচ্ছে। আর তা দেখে বোঝাই যাচ্ছে যে ঠান্ডা বেশ জাঁকিয়ে পড়তে চলেছে।

এইবছর অন্যান্য বছরের তুলনাতে বৃষ্টি অনেক হয়েছে, ঠিক সেইমতোই ঠান্ডাও জাঁকিয়ে পড়বে। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে, আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমান ৫৮ শতাংশের মধ্যে থাকবে। গত দুইদিন রাজ্যে বৃষ্টিপাত হয়নি।

Related Articles