কলকাতানিউজরাজ্য

আগামী দুইদিন লকডাউনের জেরে বাতিল বহু ট্রেন, রইল সম্পূর্ণ তালিকা

সম্পূর্ণ লকডাউনের দিনগুলি কোনো ট্রেন ছাড়বে না, এমনকি কোনো ট্রেন রাজ্যে আসবে না। চলবে না স্পেশাল ট্রেন ও।

Advertisement
Advertisement

মুখ্যমন্ত্রীর নির্দেশ মত আগামী দুইদিন বৃহস্পতিবার ও শুক্রবার রাজ্যে সম্পূর্ণ লকডাউন। আর তাই এই দুইদিন বন্ধ থাকবে সমস্ত পরিবহন ব্যবস্থা। এই দুইদিন রাজ্যে বন্ধ থাকবে ট্রেন পরিষেবাও। এই সম্পূর্ণ লকডাউনের দিনগুলি কোনো ট্রেন ছাড়বে না, এমনকি কোনো ট্রেন রাজ্যে আসবে না। চলবে না স্পেশাল ট্রেন ও।

যে যে ট্রেনগুলি বন্ধ থাকবে, দেখে নিন তালিকা-

১) আপ ও ডাউন হাওড়া-পাটনা এক্সপ্রেস,
২) হাওড়া-নিউ দিল্লি এসি এক্সপ্রেস,
৩) শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার স্পেশাল ট্রেন,
৪) হাওড়া-ভুবনেশ্বর স্পেশাল ট্রেন,
৫) শালিমার-পাটনা দুরন্ত স্পেশাল এক্সপ্রেস,
৬) যশোবন্তপুর-হাওড়া দুরন্ত এক্সপ্রেস,
৭) শিয়ালদহ -ভুবনেশ্বর দুরত্ব এক্সপ্রেস।

যে ট্রেনগুলি আংশিক বাতিল করা হয়েছে, রইল সেই তালিকা-

১) সেকেন্দ্রাবাদ-হাওড়া স্পেশাল, এই ট্রেন হাওড়ার বদলে ভুবনেশ্বর আসবে৷

২) ভুবনেশ্বর থেকে নয়াদিল্লি স্পেশাল এবং এসি এক্সপ্রেসের রাজ্যে কোনও স্টপেজ থাকছে না।

৩)লকডাউন মিটে যাওয়ার পরে হাওড়া-মুম্বাই সি এস এম টি স্পেশাল ট্রেন ছাড়বে।

Related Articles