নদীয়া সংবাদনিউজরাজ্য

নদীয়ার শান্তিপুরে মাস্ক দিয়ে তৈরী হয়েছে মা লক্ষীর মণ্ডপ, মায়ের হাতেও রয়েছে মাস্ক

গতবছরের সুবিশাল প্যান্ডেল, ঠাকুরের আকার ,শোভাযাত্রা সবটাই বাতিল করেছেন সাধারণ মানুষের স্বার্থে সরকারি স্বাস্থ্যবিধি মেনে।

Advertisement
Advertisement

মলয় দে নদীয়া:- নদীয়ার শান্তিপুর শহরে তিন নম্বর ওয়ার্ডের দুনম্বর রামগোপাল সেন স্ট্রিটের বাইগাছি সেনপাড়ায় লক্ষ্মী দেবীর হাতে পদ্মের বদলে ঝুলছে মাস্ক। ওই এলাকারই নিউ স্টার ক্লাবের মহিলা সদস্যদের উদ্যোগে ১২ বছর ধরে পূজিত হয়ে আসছেন মা লক্ষী।

গতবছরের সুবিশাল প্যান্ডেল, ঠাকুরের আকার ,শোভাযাত্রা সবটাই বাতিল করেছেন সাধারণ মানুষের স্বার্থে সরকারি স্বাস্থ্যবিধি মেনে। ঠাকুরের আকৃতি কিছুটা ছোটো হলেও মা লক্ষ্মীর হাতে পদ্মফুলের বদলে জুটেছে মুখ আবরণী অর্থাৎ মাস্ক । এমনকি গোটা প্যান্ডেলটি নিজেরাই নির্মাণ করেছেন অব্যবহৃত প্রায় তেরোশো মাস্ক দিয়ে।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এবছরের সম্পাদিকা কবিতা দাস জানান প্রতিমা দর্শন করতে আসা, ভক্তবৃন্দরা মাকে প্রণাম করতে গিয়ে অন্তত একবার বিবেক দংশন করুক! তারপরে আমরা নিজেরাই বেধে দেবো মাস্ক, শোনাবো সচেতনতার কথা, দেখাবো সামনে নানান পোস্টারে লেখা। এতকিছুর পর নিশ্চয়ই ভুল করবেন না অসচেতনেরা। এমনকি লোকের মুখে মুখে আলোচিত হওয়ার পরও নিশ্চয়ই বাড়বে কিছুটা সচেতনতা।

Related Articles