নদীয়া সংবাদনিউজরাজ্য

পাশের দোকানের বচসা ঠেকাতে এসে অভিযুক্তের ছুরির আঘাতে মৃত্যু মিষ্টান্ন ব্যবসায়ীর

সেই বচসা থামাতে এগিয়ে আসেন মিষ্টান্ন ব্যবসায়ী সহদেব। অভিযোগ সেই সময় অভিযুক্ত ফলের দোকান একটি ছুরি এনে সহদেববাবু আঘাত করে।

Advertisement
Advertisement

মলয় দে নদীয়া:- পাশের দোকানদারের সঙ্গে বচসা ঠেকাতে এসে ছুরিবিদ্ধ হয়ে মৃত্যু হলো এক মিষ্টান্ন ব্যবসায়ীর। ঘটনাটি ঘটেছে নদীয়ার কোতোয়ালি থানার নৃসিংহদেবতলায়। মৃতের নাম সহদেব সরকার বয়স ৫৩।

স্থানীয় সূত্রে জানা গেছে দেপাড়া গ্রাম পঞ্চায়েতের ঠাকুরতলায় নৃসিংহদেবের মন্দিরের কাছে মিষ্টির দোকান সহদেব সরকারের। তার পাশেই একজন গ্রাম্য চিকিৎসা করেন। জানা যায় রবিবার বিকেলে সেখানে স্থানীয় এক ব্যক্তি তার মেয়ের জ্বরের ওষুধ নিতে আসেন। সূত্রে জানা গেছে ওই ব্যক্তি মদ্যপ ছিলেন। ওই ব্যক্তি ঔষুধের দোকানে জিজ্ঞাসা করেন কত টাকার ওষুধ লাগবে।সেই নিয়ে অভিযুক্ত সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন।

এরপর সেই বচসা থামাতে এগিয়ে আসেন মিষ্টান্ন ব্যবসায়ী সহদেব। অভিযোগ সেই সময় অভিযুক্ত ফলের দোকান একটি ছুরি এনে সহদেববাবু আঘাত করে। জখন অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রবিবার রাতেই রানাঘাটে একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় জখম মিষ্টান্ন ব্যবসায়ীর।

Related Articles