আন্তর্জাতিকনিউজ

বছরের শেষে আরও এক মহাজাগতিক ঘটনার সাক্ষী থাকতে চলেছে গোটা বিশ্ব, যা জানালেন মহাকাশ বিজ্ঞানীরা

Advertisement
Advertisement

২০২০ ভরপুর নানান অবিস্মরণীয় ঘটনায়। কিছুদিন আগেই ক্রিস্টমাস স্টারের সাক্ষী থেকেছে দুনিয়াবাসী। ৩৯৭ বছর পর সবচেয়ে কাছাকাছি দেখা গেছে বৃহস্পতি আর শনিকে। এবার আরও এক মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে চলেছে মানব জাতি।

দেখা যাবে চাঁদের এক বিশেষ রূপ “কোল্ড মুন”! ২০২০ র শেষ পূর্ণ চাঁদ। যা দেখার জন্য উদগ্রীব মহাকাশপ্রেমীরা।

চাঁদ ওঠার ১৫ মিনিটের মধ্যে সবচেয়ে পরিস্কার দেখতে পারা এই কোল্ডমুন ইউরোপে ” মুন আফটার ইয়েল” নামে পরিচিত। আমেরিকায় এর পোশাকি নাম “লং নাইট মুন”।

কোল্ড মুনে দিগন্ত ছাড়িয়ে সবচেয়ে দূরতম অবস্থানে চাঁদকে দেখার সুযোগ পাওয়া যাবে। ২৯ ডিসেম্বর রাত ৭ টা ৫৪ মিনিট ও ৩০ ডিসেম্বর রাত ৮ টা ৫৭ মিনিটে বছরের ১৩ তম তথা শেষ পূর্ণ চাঁদ দেখার আদর্শ সময়।

Related Articles