নদীয়া সংবাদনিউজরাজ্য

ভারতের কমিউনিস্ট পার্টির জন্মদিন উপলক্ষ্যে লেনিনের মূর্তিতে মাল্যদান নদীয়ার শান্তিপুরের সিপিআইএম কর্মীদের

ইতিহাসের সূত্র ধরে বলা ১৯২০ সালে আজকের দিনে অর্থাৎ ১৭ অক্টোবর রাশিয়ার তাসখন্দ এ মানবেন্দ্র নাথ রায়ের নেতৃত্বে জন্মগ্রহণ করেছিল কমিউনিস্ট পার্টি।

Advertisement
Advertisement

মলয় দে নদীয়া: ইতিহাসের সূত্র ধরে বলা ১৯২০ সালে আজকের দিনে অর্থাৎ ১৭ অক্টোবর রাশিয়ার তাসখন্দ এ মানবেন্দ্র নাথ রায়ের নেতৃত্বে জন্মগ্রহণ করেছিল কমিউনিস্ট পার্টি। এর পরবর্তী সময় থেকেই সারা ভারতবর্ষব্যাপী এই দিনকে স্মরণ করেন কমিউনিস্ট পার্টির নেতাকর্মীরা ।

ইতিহাসের তথ্য আরো বলছে ১৯৬২ সালে ভারত চীন যুদ্ধের পরবর্তী কালে ১৯৬৪ সালে কমিউনিস্ট পার্টির একটি অংশ চীনকে এবং ওপর আরেকটি অংশ সোভিয়েত ইউনিয়নকে সমর্থন করলেও সেখান থেকেই উদ্ভব হয় ভারতের ” মার্কসবাদী কমিউনিস্ট পার্টি “।

কিন্তু ইতিহাসের তথ্য যাই বলুক আজ করোনা প্রেক্ষাপটে কমিউনিস্ট পার্টির ১০১ তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে মিছিলে নেতৃত্ব দিতে দেখা গেছে সৌমেন মাহাতো সহ গণ সংগঠনের সমস্ত নেতৃত্বকে। তাছাড়াও উপস্থিত থাকতে দেখা গেছে সমস্ত শাখা সম্পাদক মন্ডলীদের। ২০২১ এর ভোটের দামামা প্রায় বেজেই গেছে , শান্তিপুর শহরের মার্কসবাদী কমিউনিস্ট পার্টি নেতৃত্ব কি পারবে তাদের পুরনো ভোট ব্যাংক ধরে রাখতে ? কংগ্রেসের সাথে জোট করে তারা সত্যিই কি লাভবান হবে ? এমত পরিস্থিতিতে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ।

Related Articles