দেশনিউজ

ফের অসুস্থ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, ভর্তি আছেন দিল্লির এইমসে

শনিবার শ্বাসকষ্টজনিত সমস্যা থাকায় রাত ১১ টা নাগাদ হাসপাতালে ভর্তি করতে হয়েছে অমিত শাহকে।

Advertisement
Advertisement

এই নিয়ে তৃতীয়বার হাসপাতালে ভর্তি হলেন কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ। গত ৩১ অগাস্ট দিল্লি এইমস থেকে তাঁকে কোভিড পরবর্তী চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। আবার শনিবার শ্বাসকষ্টজনিত সমস্যা থাকায় রাত ১১ টা নাগাদ হাসপাতালে ভর্তি করতে হয়েছে অমিত শাহকে। এর আগেও ১৭ অগাস্ট বেশি রাতে অমিত শাহকে ভর্তি করা হয়েছে দিল্লির এইমসে ৷ তার দুদিন আগেই তিনি করোনা মুক্ত হয়ে বাড়ি ফিরেছিলেন। ফের তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল।

এইমসের পক্ষ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তিতে এরপর জানানো হয়েছিল, করোনা থেকে সেরে উঠলেও শরীর অত্যাধিক দুর্বল এবং গায়ে গত ৩-৪ দিন ধরেই প্রবল ব্যাথা হচ্ছে কেন্দ্রীয় মন্ত্রীর। তাই আবার করোনা পরবর্তী চিকিৎসার জন্যই ফের হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে।

শুক্রবার, ১৪ অগাস্ট অমিত শাহের করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ আসে। এরপর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী স্বয়ং ট্যুইট করে তাঁর এই সুস্থতার কথা জানিয়েছেন। তবে চিকিৎসকের পরামর্শ আপাতত আরও কিছুদিন তিনি সেলফ আইসোলেশনে থাকবেন বলেও জানিয়েছিলেন শাহ।

Related Articles