নিউজলাইফস্টাইল

প্রতি ১০০ বছর পর ২০ সালেই দেখা দেয় ভয়ানক মহামারী! কারণের সন্ধানে চিকিৎসা বিজ্ঞান

Advertisement
Advertisement

দেবপ্রিয়া সরকার : করোনা ভাইরাসের প্রকল্পের সমগ্র বিশ্বজুড়ে বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা মহামারীর চেয়েও ভয়ঙ্কর। WHO (world health organisation) এই পরিস্থিতিতে ‘মহামারী চেয়েও ভয়ঙ্কর’ বলে বর্ণনা করেছে। সমগ্র পৃথিবী জুড়ে ত্রাস সৃষ্টি করেছে করোনা ভাইরাস। সারা বিশ্বে এই মুহূর্তে করোনায় আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৭৬ হাজার ৬৯৮। বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা ও তার পরবর্তিতেই পাওয়া যাচ্ছে মৃত্যুর খবর। ভারতে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭৫ জন।

তবে এই ঘটনা নতুন কিছু নয়। এর আগেও অনেক ভয়ঙ্কর মহামারী কবলে পড়েছে বিশ্ব। তবে আশ্চর্যের বিষয় অন্য জায়গায়। আশ্চর্যজনক ব্যাপারটি হলো প্রত্যেক শতাব্দীর ২০ সালেই ফিরে আসে ভয়ঙ্কর মহামারী আর কেড়ে নেয় হাজার হাজার মানুষের প্রাণ। ২০২০-এর আগে ১৯২০ সালে ‘স্প্যানিস ফ্লু’-এর হানায় মৃত্যু হয় সারা বিশ্বের প্রায় ১ কোটি ৭০ লক্ষ মানুষের। এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছিলো প্রায় ৫০ কোটি মানুষ। এই ঘটনার ঠিক ১০০ বছর আগে ১৮২০ সালে মহামারির আকার নেয় কলেরা। এই কলেরায় মূলত আর্থিক ভাবে দুর্বল শ্রেণির মানুষের মৃত্যুর হার ছিল সবচেয়ে বেশি। তবে সেই সময় ভারতে বসবাসকারী ইউরোপিয়ানদের উপর কলেরা সেভাবে প্রভাব বিস্তার করতে পারেনি।

এর ঠিক ১০০ বছর পূর্বে, অর্থাৎ ১৮২০ সালের ঠিক ১০০ বছর আগে ১৭২০ সালে ফ্রান্সের মার্সেইতে প্রার্দুভাব ঘটেছিল মহামারী প্লেগের। সেই সময় ভারতে প্রায় ৫০ হাজার মানুষের প্রাণ কেড়ে ছিল এই মহামারী এবং সারা বিশ্ব জুরে সেই সময় প্রায় ১০ লক্ষ মানুষের মারা গিয়েছিল ওই মহামারীর প্রভাবে। এইভাবে প্রতি 100 বছর পর পর ভয়ঙ্কর মহামারী ফিরে আসার পিছনে আদৌ কোনো কারণ আছে কি? নাকি পুরোটাই কাকতালীয়? তা জানার চেষ্টা চালাচ্ছে বিশ্বের তাবড় তাবড় চিকিৎসা বিজ্ঞানীরা।

Web Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles