লাইফস্টাইল

সাবধান! অন্তর্বাস পরে হারাতে পারেন যৌন ক্ষমতা, নারী-পুরুষ উভয়ের জানা দরকার

Advertisement
Advertisement

শহরের আবহাওয়া জানান দিচ্ছে শীত আগত। সকালের মিঠে রোদ কম্বলের আলতো ছোঁয়ার আরামই বলে দিচ্ছে ঘুমের দিন এসে গেছে। অনেকেরই শীত আসলে স্নান করতে ইচ্ছা করে না। সেভাবে জামা কাপড় পাল্টাতেও ইচ্ছা করে না মূলত অলসতা লাগে। কিন্তু জানেন কি এই বদ অভ্যাসের জন্য ঘনিয়ে আসতে পারে মহাবিপদ।

আসলে ঘুম থেকে উঠে দাঁত মাজা নিজেকে পরিষ্কার রাখা যতটা গুরুত্বপূর্ণ ততটাই গুরুত্বপূর্ণ নিয়ম করে অন্তর্বাস পাল্টানো। ছেলেদের অন্তর্বাস নিয়ে সাধারণত খুব বেশি চর্চা হয় না। কিন্তু ঠিকমতো ব্যবহার না জানলে হতে পারে মারাত্মক বিপদ। এমনটাই বলছে গবেষণা।

গবেষণা বলছে অন্তর্বাস পরিবর্তনের ক্ষেত্রে ছেলে বা মেয়ে উভয়ই মেনে চলা উচিত নিয়ম। এই ক্ষেত্রে চিকিৎসকদের মত কমপক্ষে দিনে অন্তত দু-বার অন্তর্বাস বদল করা উচিত। তবে, শীতকালে এই নিয়ম মানেনা অনেকেই সমীক্ষা বলছে, অপরিস্কার জাঙ্গিয়া পরলে সেখান থেকে উরুসন্ধি,এমনকী পুরুষাঙ্গে ঘা হতে পারে। 

তাহলে জেনে নিন কি ধরনের জাঙ্গিয়া পড়লে আপনি সুস্থ থাকবেন। নিজেকে সুস্থ রাখতে গেলে জাঙ্গিয়া রাখতে হবে পরিষ্কার, সুতির এবং ঢিলাঢালা। হালকা রংয়ের অন্তর্বাস ব্যবহার করা ভাল, যাতে ময়লা হলে সহজেই বোঝা যায়। জাঙ্গিয়া নিয়ে সব থেকে বেশি সতর্ক থাকা উচিত কিশোর ও তরুণদের।

অন্তর্বাস অবশ্যই প্রতিদিন বদলানো দরকার যাদের বেশি ঘাম হয় বা বেশি সময় বাইরে কাটান। অপরিষ্কার জাঙ্গিয়া থেকে উরুসন্ধি, পুরুষাঙ্গ এবং অণ্ডথলিতে দুর্গন্ধ, ঘা, এমনকী ইনফেকশনও হতে পারে। আঁটোসাটো জাঙ্গিয়া ব্যবহার করা উচিত নয়। বিশেষ করে বয়সন্ধির সময়ে। কারণ, এই সময়ে পুরুষাঙ্গের বিকাশ ঘটে। পলিয়েস্টার বা সিনথেটিক উপাদানে তৈরি আন্ডারওয়্যার পরলে পুরুষত্বহীনতাও ঘটতে পারে। রাতে ঘুমের সময়ে কখনও জাঙ্গিয়া পরা উচিত নয়। এতে শুক্রাণু উৎপাদন ব্যাহত হয়।

Web Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles