লাইফস্টাইল

মুখের উজ্জ্বলতা ফেরাবে প্রাকৃতিক উপাদান, বাড়িতেই করুন ঘরোয়া ব্লিচিং

ঘরে বসেই উজ্জ্বল ত্বক পাবার কয়েকটি ঘরোয়া টিপস জেনে নিন-

Advertisement
Advertisement

আর মাত্র কয়েকদিন পরেই পুজো। এইসময় নিজের ত্বককে আরও বেশি উজ্জ্বল ও সুন্দর করতে চাইবেন নিশ্চয়ই। তবে এরজন্য আপনাকে পার্লারে যেতে হবে না। বাড়িতেই বসেই ঘরোয়া উপায়ে কয়েকদিনের মধ্যেই উজ্জ্বল ত্বক পাবেন।

ঘরে বসেই উজ্জ্বল ত্বক পাবার কয়েকটি ঘরোয়া টিপস জেনে নিন-

টমেটোর রস- টমেটো ত্বকে প্রাকৃতিক ব্লিচের কাজ করে। তাই শুধু মুখে নয়, গলায়, ঘাড়ে। হাতে, পায়ে নিয়মিত ব্যবহার করুন টমেটোর রস। এর জন্য রোজ গোটা একটা টমেটো পেস্ট করে মাখুন। তবে যাদের অয়েলি ত্বক তারা সপ্তাহে ২ দিন ব্যবহার করুন। কয়েকদিনের মধ্যেই তফাৎটা বুঝতে পারবেন।

লেবুর রস- লেবুর  রসে থাকা সাইট্রিক এসিড শুধু ত্বককে উজ্জ্বল করে না, এটি ত্বককে স্থায়ীভাবে উজ্জ্বল করে তোলে। রাতের বেলা ঘুমানোর আগে একটা লেবুর রস মুখে ম্যাসাজ করুন। এক ঘন্টা পর ধুয়ে ফেলুন। সপ্তাহে তিনদিন এটা ট্রাই করুন। অয়েলি ত্বক যাদের তারা এটি সপ্তাহে একদিন ব্যবহার করুন। তবে দিনের বেলা ব্যবহার করবেন না।

কাঁচা হলুদ ও দুধ- এক গ্লাস দুধের সাথে এক টুকরো কাঁচা হলুদ বাটা মিশিয়ে খেয়ে নিন। রোজ নিয়ম করে খাবেন। এটি নিয়মিত পান করলে আপনার ত্বক ভেতর থেকে উজ্জ্বল হয়ে উঠবে।

Related Articles