লাইফস্টাইল

শীতকালে খুশকির সমস্যা থেকে রেহাই পেতে জেনে নিন এই ৭ টি অব্যর্থ ঘরোয়া উপায়

তবে ঘরোয়া উপায়ে খুশকি দূর করা যায়। তাহলে জেনে নেওয়া যাক, সেই ঘরোয়া উপায়-

Advertisement
Advertisement

শীতকালের শুরু থেকেই মাথায় খুশকির সমস্যা সৃষ্টি হয়ে যায়। মূলত আবহাওয়াতে আর্দ্রতা কম থাকে, তাই ত্বকের শুষ্কতা বৃদ্ধি পায়। আর এরকম পরিস্থিতিতে চুলের যত্নের বিশেষ প্রয়োজন হয়ে পড়ে। ত্বকে ম্যালেসেজিয়া নামক এক ধরনের ছত্রাকের কারণে ত্বকের খুসকি বৃদ্ধির প্রবণতা দেখা যায়। তবে ঘরোয়া উপায়ে খুশকি দূর করা যায়। তাহলে জেনে নেওয়া যাক, সেই ঘরোয়া উপায়-

১) খুশকি তাড়াতে হলে বাজারে প্রাপ্ত কেমিক্যাল বেসড শ্যাম্পু ব্যবহার না করে ঘরোয়া উপায়েই খুশকির হাত থেকে রেহাই পাওয়া সম্ভব।

২) প্রতিদিনের ডায়েটে ভিটামিন বি ও জিঙ্ক উপাদান যুক্ত খাবার খান।

৩) এছাড়া সারা রাত মেথি ভিজিয়ে রাখুন। আর পরেরদিন সেই মেথি বেটে চুলের গোড়ায় দিয়ে রাখুন। এক ঘন্টা রেখে এরপর ধুয়ে ফেলুন। সপ্তাহে দুবার এই মেথির প্যাক ব্যবহার করলে এই খুশকির সমস্যা থেকে রেহাই পাবেন।

৪) এছাড়া নারকেল তেলও খুশকি কমাতে খুব সাহায্য করে। চুলের গোড়ায় নারকেল তেল একটু গরম করে স্ক্যাল্পে ম্যাসাজ করুন। এটা করলে আপনার খুশকির সমস্যা দ্রুত কমবে।

৫) এছাড়াও আপনি দু চা চামচ লেবুর রস এক কাপ জলের সঙ্গে মিশিয়ে স্ক্যাল্পে ম্যাসাজ করুন। খুব সহজেই খুশকির সমস্যা থেকে রেহাই পাবেন।

৬) এর পাশাপাশি একটা পেঁয়াজ বেটে ছোট্ট এক বাটি পেঁয়াজের রস বানিয়ে নিন। এই পেঁয়াজের রস ভালো করে মাথায় মেখে ১০-১৫ মিনিট রেখে হালকা গরম জলে ধুয়ে ফেলুন।

৭) আর মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। এই পদ্ধতি সপ্তাহে তিন বার ব্যবহার করলে আপনার খুশকির সমস্যা দূর হয়ে যাবে। আর আপনি সুন্দর, সিল্কি চুল পাবেন।

Related Articles