অর্থনীতিনিউজ

Note exchange: ২০০০ টাকার নোট পরিবর্তনের সীমা শেষ! তবে এখনো নোট পরিবর্তন করা যাবে, কীভাবে?

বাড়িতে ২০০০-এর নোট থাকলে এখনো বদলানো যাবে, আরো একবার সুযোগ দিচ্ছে আরবিআই

Advertisement
Advertisement

শেষ হয়েছে ২০০০ টাকার নোট ব্যাংকে জমা দেওয়ার সময়। এখনো কী আপনার বাড়িতে পড়ে আছে ২০০০ নোট? কী করবেন ভেবে পাচ্ছেন না? বাড়িতে জমে থাকা নোট আর জমা দেওয়া (Note exchange) যাবে কিনা এই সব প্রশ্ন জাগছে মনে? তাহলে আমাদের প্রতিবেদন মন দিয়ে পড়ুন। আপনার সব প্রশ্নের উত্তর মিলবে এই প্রতিবেদনে।

গত শনিবার অর্থাৎ ৭ই অক্টোবর ২০০০ টাকা নোট বদল (Note exchange) করার শেষ দিন ছিল। এর আগে ২০০০ টাকার নোট বদল করার সময় দেওয়া হয়েছিল ৩০শে সেপ্টেম্বর। তবে পরিস্থিতি বুঝে আরো কিছুটা সময় মানুষকে দেয় রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। এখনো পর্যন্ত কত ২০০০ নোট ব্যাংকে জমা পড়েছে সে বিষয়ে কিছু জানায়নি আরবিআই।সূত্র মারফত জানা যাচ্ছে, এখনো পর্যন্ত ১২ হাজার কোটি টাকার ২০০০ এর নোট বাজারে রয়েছে।

তাই যাদের কাছে এখনো ২০০০ টাকার নোট রয়ে গেছে তা বদল করার (Note exchange) আরো একটি সুযোগ দিচ্ছে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া। এর জন্য আপনার কাছে পড়ে থাকা ২০০০-এর নোট আরবিআই-এর অফিসে জমা করতে হবে। সারা ভারত জুড়ে আরবিআই-এর ১৯টি অফিস রয়েছে। যেগুলি কলকাতা, নয়া দিল্লি, আহমেদাবাদ, ব্যাঙ্গালোর, মুম্বাই, চেন্নাই, তিরুবনন্তপুরম, ভুবনেশ্বর ইত্যাদি শহরে অবস্থিত। সরাসরি এই অফিসে গিয়ে কিংবা ইন্ডিয়ান পোস্টের মাধ্যমে এর মধ্যে যে কোনো একটি অফিসে ২০০০ টাকার নোট জমা করতে হবে। তবে একজন ব্যক্তির ১০টি ২০০০ নোটই পরিবর্তন করা হবে।

প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৬ সালে নোটবন্দিতে ৫০০ ও ১০০ টাকা তুলে নিয়ে নতুন ভাবে ৫০০ ও ২০০০ টাকার নোট বাজারে এনেছিল আরবিআই। তবে চলতি বছরের ১৯শে মে বাজার থেকে ২০০০ টাকার নোট তুলে নেওয়ার কথা ঘোষণা করে আরবিআয়। এরজন্য ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। পরে তা আরো এক সপ্তাহ বাড়িয়ে ৮ই অক্টোবর করা হয়। সেই সীমাও পেরিয়েছে। এখন আর ব্যাংক থেকে ২০০০-এর নোট পরিবর্তন (Note exchange) করা যাচ্ছে না। যদি কোনো ভাবে ২০০০ এর নোট থেকে থাকে তাহলে উপরে উল্লেখ করা পদ্ধতি অনুসারেই জমা করা যাবে।

Related Articles