বিনোদন

“ছেলেরা হ্যান্ডব্যাগের মতো, ব্র‍্যান্ডেড হোক বা প্লাস্টিকের, কাজ চালিয়ে নেওয়া যাবে”, বিতর্কিত মন্তব্য অক্ষয় পত্নী টুইঙ্কল খান্নার

Advertisement
Advertisement

বর্তমান সমাজে নারীবাদ শব্দটার সঙ্গে আমরা অনেকেই পরিচিত। কিন্তু নারীবাদী হওয়ার জন্য কোনো বিশেষ শিক্ষার প্রয়োজন আছে কি? টুইঙ্কল খান্নাকে এই নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন, তাঁর জীবনে পুরুষ অপ্রয়োজনীয় এই বোধ থেকেই তিনি নারীবাদী হয়েছেন। এমন মন্তব্যের কারণ স্বরূপ তিনি জানিয়েছিলেন, ছেলেরা হল হ্যান্ডব্যাগের মতো। লুই উইটোঁর মতো ব্র্যান্ডেড হলে তো ভালই, তবে সেটা না হলেও প্লাস্টিকের ব্যাগ হয়, তা দিয়েও কাজ চালিয়ে নেওয়া যায়। 

তিন বছর আগের এক সাক্ষাৎকারে অক্ষয় কুমার পত্নী টুইঙ্কল খান্নার এমনই এক মন্তব্য ভেসে উঠছে সমাজমাধ্যমে। ওই সাক্ষাৎকারে টুইঙ্কল আরও জানিয়েছেন, পুরুষরা মেয়েদের জীবনে কখনোই অপরিহার্য নয় – এ শিক্ষা ছোটোবেলা থেকেই তিনি তাঁর মা ডিম্পল কাপাডিয়ার থেকে পেয়েছেন। তিনি আরও লেখেন, যদিও আমরা নারী-পুরুষ সমতা, লিঙ্গ বৈষম্য নিয়ে আলোচনা কখনও করিনি, তববুও ছোটো থেকেই মায়ের আচার-ব্যবহার- শিক্ষায় বুঝেছিলাম ছেলেরা অনেকটা হ্যান্ড ব্যাগের মতো, সুন্দর হোক বা প্লাস্টিকের কাজ চালিয়ে নেওয়া যাবে।‘

উল্লেখ্য, সম্প্রতি এক ইউজার টুইঙ্কলের এই সাক্ষাৎকারটি শেয়ার করে লেখেন, এমন একটি মন্তব্যের জন্য নিশ্চয়ই টুইঙ্কল খান্নাকে তীব্র সমালোচনার শিকার হতে হয়েছিল! জবাবে টুইঙ্কল সমাজ মাধ্যমে ওই ব্যক্তিকে ট্যাগ করে লিখেছেন, ‘যদি আগে সমালোচনা না-ও হয়ে থাকে, আপনার দৌলতে হয়ত এবার সমালোচনা হবে’।

যদিও, ঠাট্টার সুরেই কথাটি বলেছিলেন টুইঙ্কল। তবে, লিঙ্গ বৈষম্য, নারীবাদ ও অন্যান্য বিষয় নিয়ে টুইঙ্কলের ওই সাক্ষাৎকারের প্রশংসায় অনেক নেটিজেনরা। তবে অনেক পুরুষ ট্যুইটারে মন্তব্য করেছেন, ‘আপনার দৃষ্টিভঙ্গি অসাধারণ হলেও শেষ পর্যন্ত প্লাস্টিক ব্যাগের সঙ্গে আমাদের তুলনা করলেন! কোনও করুণা ছাড়াই!’

Related Articles