প্রকাশ্য রাস্তায় দুই ননদের সঙ্গে তুমুল নাচ জনপ্রিয় অভিনেত্রী তৃণার, মুহূর্তে ভাইরাল ভিডিও

তৃণা সাহা অর্থাৎ স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক খড়কুটোর গুনগুন সব সময়ই সোশ্যাল মিডিয়াতে বেশ অ্যাক্টিভ, মাঝে মধ্যেই নিজের নাচের ভিডিও, রিল ভিডিও আবার কখনো ছবি পোস্ট করতে থাকেন নিজের গণ মাধ্যমগুলিতে। তবে এখন বেশ ব্যস্ত তিনি কারণ সদ্য নতুন জীবন শুরু করেছেন তৃণা, একদিকে বিবাহিত জীবন অন্যদিকে টেলিভিশনের কাজ আর তার সাথে রাজনীতি।
গত ফেব্রুয়ারিতে সাত পাকে বাঁধা পড়েছেন নিজের ১০ বছরের পুরনো প্রেমিক নীল অর্থাৎ জি বাংলার কৃষ্ণকলির নিখিলের সাথে। নীল তৃণার বিয়ে কোনো রূপকথার গল্প থেকে কম ছিলনা। বাইপাসের ধারে পিসি চন্দ্র গার্ডেনে রাজকীয় ভাবে চার হাত এক হয়েছে খরকুটর গুনগুন এবং কৃষ্ণকলির নীলের। তাদের বিয়ের অনুষ্ঠানে বসেছিল চাঁদের হাট। টলিউডের নামিদামি তারকা থেকে শুরু করে উপস্থিত ছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টলিপাড়ায় বেশ জনপ্রিয় এই জুটি, এই মুহুর্তে টেলিভিশন জগতের দুই অত্যন্ত জনপ্রিয় সিরিয়ালের মুখ্য চরিত্র নীল তৃণা।
টেলি জগতের কাজের ব্যস্ততা ছিলই আর তার সাথেই এবার নীল তৃণা শুরু করেছেন নিজেদের জীবনের নতুন ইনিংস। রাজনীতি ময়দানে পা দিয়েছে টেলিভিশনের জনপ্রিয় এই জুটি। কোনো কেন্দ্র থেকে সরাসরি প্রার্থী হিসাবে না দারালেও তৃণমূল কংগ্রেসের হয়ে প্রচারে ইতি মধ্যে রাস্তায় নেমেছেন নীল তৃণা।
এইসব কিছুর মাঝেই নিজের অনুরাগীদের জন্য সময় বার করে নিতে ভুলছেন না নায়িকা, তৃণার চুলবুলি স্বভাবের জন্য তাকে ভালোবাসে তার অনুরাগীরা। তাকে মাঝেমধ্যেই সিরিয়ালের সেটে খুনসুটি করতে দেখা যায়, আর সেই খুনসুটির ভিডিও গুলি করে তিনি ছাড়তে থাকে নিজের সোশ্যাল হ্যান্ডেল সদ্য তার একটি ভিডিও ভাইরাল হয়েছে, ভিডিওটিতে দেখা যাচ্ছে খড়কুটো সিরিয়ালের সেটে তৃণা থুড়ি গুনগুন নিজের রিল লাইফের দুই ননদের সাথে মেতেছে নাচে, অসাধারণ এই ভিডিওটি তৃণা নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন, যা নেটিজেনরা বেশ পছন্দ করেছেন।