কাছের মানুষকে হারালেন শাহরুখ খান, প্রিয়জনকে চিরবিদায় জানিয়ে শোক প্রকাশ বলিউড বাদশার

অনেক ছোট বয়সে হারিয়েছিলেন নিজের মাকে তবে এখনো মনে পড়ে মায়ের কথা। হাজারো মানুষের ভালোবাসা পেলেও মায়ের শূন্যতাটা থেকেই গিয়েছে বলিউড সুপারস্টার শাহরুখ খানের অন্তরে। বিভিন্ন সাক্ষাৎকারে মায়ের কথা উল্লেখ করতে দেখা যায় বলিউডের বাদশাকে। কিছুদিন আগেই দিল্লিতে মা-বাবার সমাধিস্থলে সময় কাটিয়ে এসেছেন এসআরকে। নিজের ব্যস্ত শিডিউলের মধ্যে থেকে সময় পেলেই পৌঁছে যান দিল্লির আব্বু এবং আম্মির সমাধি স্থলে আর এবার আবারো আপনজন হারানোর শোক অনুভব করলেন শাহরুখ।
সম্প্রতি বন্ধুর মায়ের মৃত্যুতে সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করতে দেখা গেল শাহরুখকে। শাহরুখের বন্ধু সাংবাদিক জাকারিয়ার মা সম্প্রতি গত হয়েছেন আর সেই খবর জাকারিয়া টুইট করে জানিয়েছিলেন, আর তারপরে শাহরুখ সেই টুইটকে রিটুইট করে জাকারিয়ার প্রতি সমবেদনা জানিয়ে তার মায়ের আত্মার শান্তি কামনা করেন।
এদিন ফরিদ জাকারিয়া টুইট করে লেখেন, ‘আমার মা ফাতমা জাকারিয়া গতকাল রাতে ৮৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি দীর্ঘ, সুন্দর, ঘটনাবহুল জীবনযাপন করেছিলেন। তিনি তাঁর সন্তান এবং নাতি-নাতনিদের সঙ্গে ছিলেন। এই ছবিটি তাঁর পছন্দের’।
My condolences to you and the family my friend. May her soul rest in peace and May God give you strength to deal with your loss. https://t.co/XbtSFRsE7G
— Shah Rukh Khan (@iamsrk) April 8, 2021
এই টুইট টিকে রিটুইট করে শাহরুখ লেখেন, আমার সমবেদনা তোমার এবং তোমার পরিবারের প্রতি বন্ধু। আত্মার শান্তি কামনা করি এবং ভগবান তোমাকে এই ক্ষতি সাথে মোকাবিলার করার শক্তি দান করুন’।