Advertisements

অমিতাভকে স্মরণ করে বলিউডের ‘Super Hit’ গান ধরলেন রেখা, প্রিয় অভিনেত্রীকে প্রশংসায় ভরাল নেটিজেনরা

Advertisements

সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে অমিতাব বচ্চনের গাওয়া হোলি স্পেশাল গান ‘রং বরসে ভিগে চুনরওয়ালি’ হারমোনিয়াম বাজিয়ে নিজের গলায় গাইছেন বলিউডের এভারগ্রীন অভিনেত্রী রেখা। আর মুহূর্তের মধ্যেই ভিডিওটি হয়ে গিয়েছে। তবে এই ভিডিওটি এই বছরের নয়।

হোলি স্পেশাল এপিসোড কাপিল শর্মা শো এ কোন এক সময় গিয়েছিলেন রেখা, আর সেখানেই তিনি গানটি গেয়েছিলেন। কিছুদিন আগেই গিয়েছে হোলি আর তখনই এই ভিডিওটি আবার নেট দুনিয়ায় হয়েছে ভাইরাল। হোলির দিন RJ সায়েমা তাঁর টুইটার অ্যাকাউন্ট থেকে সকলকে হোলির শুভেচ্ছা জানিয়ে এই ভিডিয়োটি পোস্ট করেছিলেন।

আর কেনই বা ভিডিওটি ভাইরাল হবে না, এক সময়ে অমিতাভ-রেখার প্রেম কাহিনী ছিল বলিউডের হট কেক। যশরাজ চোপড়া পরিচালিত অমিতাভ জয়া রেখার অভিনীত সিলসিলা ছবিতে এই গানটি শোনা গিয়েছিল। সিনেমাটিতে ফুটে উঠেছিল অমিতাভ-রেখা জয়ার বাস্তব জীবনের ত্রিকোণ প্রেমের গল্প।

একটা সময় জয়া ভাদুড়ীর সাথে বিবাহিত হওয়ার পরেও রেখার প্রেমে হাবুডুবু খাচ্ছেন বলিউডের শাহেনশাহ। প্রেমের বিচ্ছেদ ঘটার পরে আর কোনদিনও অমিতাভ-রেখা কে একসাথে দেখা যায়নি, আর সেই কারণেই রেখার গলায় এত বছর পরে এই গান উঠে আসা তে মুহূর্তের মধ্যেই তা ভাইরাল হয়ে গিয়েছে।

Related Articles