মায়ের কোলে পুঁচকে ছেলে, নবাগত সন্তানকে নিয়ে নববর্ষের শুভেচ্ছা রাজা-মধুবনীর

শনিবার ছোট্ট ফুটফুটে পুত্র সন্তানের বাবা মা হয়েছেন টেলিভিশন জগতের জনপ্রিয় কাপল রাজা মধুবনী। আর এবার ছেলেকে কোলে নিয়ে নববর্ষের শুভেচ্ছা জানালেন বাবা-মা। ছেলের জন্মের পরেই রাজা নিজের ইনস্টাগ্রামে স্ত্রী ও সন্তানের ছবি পোস্ট করে লেখেন, “আমাদের কোল আলো করে ভদ্রলোক এলেন। ভালোবাসা দেবেন সকলে”।
স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ভালোবাসা ডট কম এ তোরা ওম এর চরিত্রে আত্মপ্রকাশ ঘটে মধুবনী রাজার। সিরিয়ালের সেটেই প্রেম। রিল লাইফ এবং রিয়েল লাইফে রাজা মধুবনীর প্রেমের রসায়নে মুগ্ধ হয়ে গিয়েছিল তাদের অনুরাগীরা। ২০১৭ সালে প্রেমের সম্পর্ককে পরিণতি দিয়ে একে অপরের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন রাজা এবং মধুবনী।
বিয়ের চার বছর পর তাদের প্রথম সন্তান এলো তাদের জীবনে। ইতিমধ্যে ছেলের নাম ও ঠিক করে নিয়েছেন রাজা মধুবনী, ভগবান কৃষ্ণের নামের অনুসরণে ছেলের নাম রেখেছেন কেশব। গতবছর লকডাউন এর সময় নিজের অন্তঃসত্ত্বা হওয়ার সুখবর জানান মধুবনী। বেবি বাম্প এর সাথে মাঝেমধ্যেই ছবি পোস্ট করতেন অভিনেত্রী। ইতিমধ্যে মধুবনী সাধ খাওয়ার ছবিগুলি ও ভীষণভাবে ভাইরাল হয়েছিল নেট দুনিয়াতে।
বিয়ের পর এক প্রকার অভিনয় থেকে বিদায় নিয়েছেন মধুবনী, বর্তমানে তিনি বিজনেস উইম্যান। নিজের একটি পার্লার চালান মধুবনী, তবে রাজা স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক খড়কুটো তে জমিয়ে অভিনয় করছেন। সোশ্যাল মিডিয়াতেও বেশ একটিভ এই সেলেব জুটি। নিজেদের নানান মুহূর্তের ছবি পোস্ট করতে থাকেন ইনস্টাগ্রাম হ্যান্ডেলে। শনিবার বিকেলে ছেলের জন্মের পর হাসপাতালের বিছানায় শুয়েই ছেলের সাথে ছবি পোস্ট করেছেন মধুবনী।
বৃহস্পতিবার নববর্ষের শুভ মহরতে স্বামীর পাশে ছেলেকে কোলে নিয়ে একটি মিষ্টি ছবি পোস্ট করলেন মধুবনী, ক্যাপশনে লিখলেন, ‘আমাদের পরিবারের তরফ থেকে সকলকে জানাই শুভ নববর্ষ’।