Advertisements

তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেবো না, সম্পূর্ণ খালি গলায় অসাধারন গান গাইলেন নুসরত জাহান, ভাইরাল ভিডিও

Advertisements

নিজের দক্ষতায় অভিনয়জগতে তো জায়গা করে নিয়েছেন নুসরাত জাহান। আবার ক্যারিয়ারের দ্বিতীয় ইনিংস এ পা রেখে নাম লিখিয়েছিলেন রাজনীতিতেও। আর সেই ইনিংস চলছে তড়তড়িয়ে। এখন ভোটের বাজার আর মানুষের সাহায্যের জন্য তাদের সমস্যার কথা শুনতে অলিগলিতে ঘুরে বেড়োচ্ছেন সভা করছেন তৃনমূল সংসদ নুসরাত, এতোটুকু ফুসরত নেই তার।

কেবল তৃণমূল বা বিজেপি নয় দুই দলই একের পর এক চমক দিয়ে অবাক করে দিচ্ছে সাধারণ মানুষকে এমনকি একেকটি অধিবেশনে একেকরকম নতুন কার্যকলাপ দিয়ে মুগ্ধ করে দিচ্ছেন পশ্চিমবঙ্গের মানুষদের। আর নুসরাত জাহান এই তৃণমূলের বহু বছরের সাথী। ভোটের প্রচারে এইবছরও তাকে নানান জায়গায় অধিবেশনে দেখা যাচ্ছে। প্রার্থী না হলেও ভোটের বিভিন্ন জায়গায় অধিবেশনে তৃনমূল প্রার্থীদের সমর্থনের জন্য এগিয়ে আসছেন।

সম্প্রতি এরকমই এক অধিবেশনের ভিডিও ক্যামেরাবন্দি হয়েছে যেখানে তাকে দেখা গেল অন্য মেজাজে। কাজ বক্তৃতা এইসব ব্যস্ততা একটু সরিয়ে রেখে মানুষকে উদ্বুদ্ধ করার জন্য অধিবেশনেই গান ধরেছেন তিনি। তার কন্ঠে উঠে এসেছে তোমায় হৃদমাঝারে রাখবো ছেড়ে দেবো না-যতসম্ভব সাধারন আমজনতাকে উদ্দেশ্য করেই এই গান করেছেন তিনি।

তবে এই গানের সাথে তিনি নিজের একটি লাইন যুক্ত করে ভোটের প্রচার করেছেন। তিনি বলেছেন- ছেড়ে গেলে মা মাটি মানুষ আর তো পাবো না অর্থাৎ মানুষের ভালোবাসা না পেলে তিনি আর তৃণমূল কংগ্রেসকে পাবেন না। আসলে তিনি গানের মাধ্যমে আমজনতাকে অনুরোধ করেছেন যাতে তৃণমূল কংগ্রেসের পাশে তার পাশের সবাই যেন সব সময় থাকে। আর এই ভিডিও এখন ভাইরাল।

Related Articles