প্রকাশ্য মঞ্চে নোরাকে কোলে নিয়ে দুর্দান্ত ডান্স পারফরমান্স টেরেন্সের, তুমুল ভাইরাল ভিডিও

নোরা ফতেহি, নামটা শুনলেই প্রথমেই তাঁর অসাধারণ নাচের কথা মনে আসে। আর তার সাথেই রয়েছে শরীরী হিল্লোর। তাঁর নাচ দেখে মুগ্ধ নেটিজেনরা। বলিউডে তাঁর নাচের জন্য তিনি ডান্স ক্যুইন নামে খ্যাত। দিলবার থেকে শুরু করে সাকি সাকি গানে তাঁর সেই বেলি ডান্স, পারফেক্ট মুভসের যাদুতে কুপোকাত বহু মানুষ। এমনকি তাঁর রূপের দিক থেকেও চোখ ফেরানো যায় না। অসংখ্য পুরুষের মনের ক্রাশ নোরা।
কিছুদিন আগে ইন্ডিয়াস বেস্ট ডান্সার রিয়ালিটি শোয়ের বিচারকের আসনে ছিলেন নোরা। এছাড়া এই শোয়ের অন্য দুইজন বিচারক হলেন ডান্সার গীতা এবং টেরেন্স লুইন্স। তবে এখন এই টেরেন্স লুইন্স এবং নোরার অনস্ক্রিন কেমিস্ট্রির খবর বার বার পেজ থ্রির শিরোনামে জায়গা পাচ্ছে। সম্প্রতি টেরেন্স ও নোরা নাচ করতে গিয়ে ভুল করে হাত লেগে গিয়েছিল নোরার নিতম্বে। আর সেই ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে যায়। আর ওই ভিডিও নিয়ে সমালোচনাও হয়।
আর এরপর অবশেষে টেরেন্স নিজের সোশ্যাল মিডিয়ায় লিখিত জানান এটা ইচ্ছাকৃত নয়। আর তারপর থামে আলোচনা। যদি ফের আবার তাঁরা আলোচ্যনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। সম্প্রতি সালমান খান ও মাধুরীর গান ‘পহলা পহেলা প্যার হ্যায়’ গানে নেচে দর্শকদের মন জিতে নিয়েছেন টেরেন্স এবং নোরা। আর এই মঞ্চেই নোরাকে প্রেম নিবেদন করলেন টেরেন্স। এরপর নোরাকে কোলেও তুলে নেন টেরেন্স। হঠাৎ করে টেরেন্সের এমন কান্ড দেখে চমকে যান নোরা।
নোরার পাশাপাশি অবাক হয়ে যান শোয়ের অন্যান্য বিচারকেরা। আর এরপরেই শুরু হয় বিতর্ক। তাহলে কি সত্যিই নোরাকে ভালোবাসছেন টেরেন্স? এই নিয়ে ফের ভিডিও ভাইরাল। যদিও এগুলি করে টিআরপি তোলার চেষ্টা হয় রিয়ালিটি শোয়ে। এদের মধ্যে সেরকম কিছুই নেই। এটি শুধুমাত্র একটি নাচের ভিডিও।