Advertisements

অভিনয় জগতে পা রেখেই বাজিমাৎ মিঠুন চক্রবর্তীর পুত্রবধূ মাদালসার, নিজের যোগ্য উত্তরসরী খুঁজে পেলেন ‘মহাগুরু’!

Advertisements

বাংলার ছেলে মিঠুন চক্রবর্তী একসময় নিজের অভিনয় দক্ষতা দিয়ে হয়ে উঠেছিলেন বলিউডের ডিস্কো ড্যান্সার। তার অভিনয়ের দ্বারা তিনি বাংলার পাশাপাশি জিতে নিয়েছিলেন গোটা ভারতের হৃদয়। বর্তমানে শরীর কিছুটা অসুস্থ থাকার কারণে অভিনয় জগৎ থেকে নিজেকে কিছুটা সরিয়ে নিয়েছেন মিঠুন, তবে আজও বলিউডে তার স্থান স্বমহিমায় একই জায়গায় রয়েছে। বড় বড় অভিনেতাদেরও মিঠুনের নামে বেশ গুণগান করতে শোনা যায়।

মিঠুন বিয়ে করেছিলেন অভিনেত্রী যোগিতা বালান কে, তার সাথেই তিন পুত্র সন্তান মিঠুনের। আর এক মেয়েকে দত্তক নিয়েছেন মিঠুন। একসময়ে বলিউডের তৎকালীন সেরা অভিনেত্রী শ্রীদেবীর সাথেও সম্পর্কে জড়িয়ে পড়েন অভিনেতা, সম্পর্ক এতটাই গভীর ছিলো যে একে অপরকে বিয়ে পর্যন্ত করতে চেয়েছিলেন তারা, তবে শেষ অবধি টেকেনি সম্পর্ক। শ্রীদেবী বিয়ে করেন পরিচালক বনি কাপুর কে। সেই সব ঘটনা অবশ্য এখন অতীত।

মিঠুন নিজে একজন বড় মাপের অভিনেতা হলেও সেই ভাবে কোন উত্তরসূরী এখনও পাননি। ছেলে মহাক্ষয় চক্রবর্তী অভিনয় জগতে আসলেও তেমন ভাবে সফলতা পাননি তিনি। তাই সরে গিয়েছেন অভিনয় জগৎ থেকে। তবে এবার বোধহয় নিজের যোগ্য উত্তরসরী খুঁজে পেলেন মিঠুন চক্রবর্তী।

বর্তমানে বেশ লাইম লাইটে থাকতে দেখা যাচ্ছে মিঠুন চক্রবর্তীর পুত্রবধূ অর্থাৎ মহাক্ষয়ের স্ত্রী মাদালসা শর্মাকে। স্টার প্লাসের জনপ্রিয় মেগাসিরিয়াল ‘অনুপমা’তে কাব্য-এর চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছেন মাদালসা।

টেলিভিশনে অন্নপূর্ণা নামের ধারাবাহিক দিয়ে অভিনয় জীবনে পা রাখেন মিঠুনের পুত্রবধূ মাদালসা। টেলিভিশন ছাড়া বেশ কিছু সিনেমায় ও কাজ করতে দেখা গিয়েছে মাদালসা কে, হিন্দি সাথে তামিল তেলেগু ছবিতেও অভিনয় করেছেন মহাক্ষয়ের স্ত্রী।

পর্দার দুনিয়া ছাড়া সোশ্যাল মিডিয়াতেও বেশ অ্যাক্টিভ মিঠুন চক্রবর্তীর পুত্রবধূ, মাঝে মধ্যেই অভিনেত্রী বিভিন্ন ভিডিও ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে থাকেন। এবং সেগুলি ঝড়ের বেগে ভাইরাল হয়ে যায়। এই মুহূর্তে মাদালসার ইনস্টাগ্রাম ফলোয়ার ৫ লক্ষ।

Related Articles