Advertisements

ঠিকরে বেরোচ্ছে যৌবন, খোলা আকাশের নিচে নিজের গ্ল্যামার উন্মুক্ত করলেন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর

Advertisements

শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর বি টাউনে ধীরে ধীরে পাকাপোক্ত করছে নিজের জায়গা, কিছুদিন আগে মুক্তি পেয়েছে জাহ্নবী এর অভিনীত ছবি রুহি, দর্শক মনে বেশ সাড়া ফেলেছে এই হরর কমেডি ছবিটি, অনেকের মতেই নিজের অভিনয় দক্ষতায় আগের থেকে অনেক বেশি সাবলীল হচ্ছেন জাহ্নবী।

২০১৮ সালে ঈশান খাট্টার এর বিপরীতে ধড়ক ছবিতে তার ডেবিউ করে বলিউডে নিজের পাকাপাকি জায়গা তৈরি করে ফেলেছে জানভি। ধড়ক ছবিতে তার অভিনয় প্রশংসিত হয়েছিল দর্শককূলে। এরপরও জাহ্নবী অভিনীত আরও দুটি ছবি ও টি টি প্লাটফর্মে মুক্তি পেয়েছে। যার মধ্যে একটি ঘোস্ট স্টোরিজ, অন্যটি গঞ্জন সাক্সেনা দা কার্গিল গার্ল।

সিনেমার পাশাপাশি নিজের সেক্সী লুক দিয়েও অনুরাগীদের মধ্যে ঝড় তুলছেন জাহ্নবী কাপুর, সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ জাহ্নবী, সেখানেই তিনি একের পর এক নিজের লাস্যময়ী রূপের ছবি পোস্ট করে বেশ প্রশংসা কুড়ান।

জাহ্নবীর ইনস্টাগ্রামে বর্তমানে ফলোয়ার সংখ্যা ১০ মিলিয়ন এর ওপরে, আর সেই ইনস্টাগ্রাম প্রোফাইলে নিজের একের পর এক মারকাটারি ছবি ছেড়ে অনুরাগীর সংখ্যা বাড়িয়ে চলেছেন বনি কাপুর এবং শ্রীদেবীর সুন্দরী কন্যা।

বর্তমানে বন্ধুদের সাথে মালদ্বীপে ছুটি কাটাচ্ছেন শ্রীদেবী কন্যা। আর সেখান থেকেই একের পর এক ছবি পোস্ট করছেন নিজের ইনস্টাগ্রম প্রফাইলে। ফ্লোরাল প্রিন্টের হট বিকিনিতে ধরা দিচ্ছেন লেন্সে, আবার কখনো সমুদ্রের নীল জলের সামনে নীল মনোকিনিতে সূর্যের পড়ন্ত রোদে স্নান করছেন নায়িকা। নিজের হলিডের একের পর এক উষ্ণ ছবি পোস্ট করে নেট দুনিয়ার পারদ বেড়াচ্ছেন জাহ্নবী। জাহ্নবীর এইসব ফুরফুরে মেজাজের ছবিগুলি এইমহূর্ত্বে বেশ ভাইরাল নেট নগরিতে।

Related Articles